ETV Bharat / bharat

Singhu Border Lynching Case : সিঙ্ঘু সীমানায় যুবক খুনে ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত - Sarabjit Singh

শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লি সিঙ্ঘু সীমানার কাছে একটি ব্যারিকেড থেকে হাত-পা কাটা অবস্থায় এক যুবকের ঝুলন্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ৷ জানা গিয়েছে, পুলিশের কাছে লাকবীরকে হত্যার কথা স্বীকারও করেছেন অভিযুক্ত সর্বজিৎ ৷

Singhu Border Lynching Case
সিঙ্ঘু সীমানায় যুবক খুনে ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত
author img

By

Published : Oct 16, 2021, 7:14 PM IST

চণ্ডীগড়, 16 অক্টোবর : সিঙ্ঘু সীমানায় দলিত শিখ যুবক খুনের ঘটনায় শুক্রবার গভীর রাতেই আত্মসমর্পণ করেছিলেন অভিযুক্ত সর্বজিৎ সিং৷ শনিবার অভিযুক্তকে জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ উল্লেখ্য়, তদন্তকারী অফিসারেরা অভিযুক্তের 14 দিনের পুলিশি হেফাজতের দাবি জানিয়েছিলেন ৷

অন্য়দিকে এই ঘটনার পরেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন ৷ বৈঠকে তিনি কড়া ভাষায় বলেন, "অভিযুক্তদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না ।" খট্টরের বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ, পুলিশের ডিরেক্টর জেনারেল এবং অন্য শীর্ষকর্তারাও ৷

আরও পড়ুন : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

পেশায় শ্রমিক ছিলেন পঞ্জাবের তরন জেলার চিমা খুরদ গ্রামের বাসিন্দা নিহত লাকবীর সিং (35) ৷ অতীতে তাঁর কোনও অপরাধমূলক রেকর্ড বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগাযোগের সূত্র পাওয়া যায়নি ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লি সিঙ্ঘু সীমানার কাছে একটি ব্যারিকেড থেকে হাত-পা কাটা অবস্থায় তাঁর ঝুলন্ত অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় ৷ জানা গিয়েছে, পুলিশের কাছে লাকবীরকে হত্যার কথা স্বীকারও করেছেন অভিযুক্ত সর্বজিৎ ৷

প্রসঙ্গত, নৃশংস এই হত্যাকাণ্ডের পরই সোশ্য়াল মিডিয়া জুড়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দাবি করো হয়েছে, লাকবীর শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবের পবিত্র রূপকে অপমান করতে গিয়েছিলেন ৷ নিহং শিখরা এই বিষয়ে জানার সাথে সাথেই ওই যুবককে ধরে ফেলেন । তারপরই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে ৷ ওই ভাইরাল ভিডিয়োর পেছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

চণ্ডীগড়, 16 অক্টোবর : সিঙ্ঘু সীমানায় দলিত শিখ যুবক খুনের ঘটনায় শুক্রবার গভীর রাতেই আত্মসমর্পণ করেছিলেন অভিযুক্ত সর্বজিৎ সিং৷ শনিবার অভিযুক্তকে জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ উল্লেখ্য়, তদন্তকারী অফিসারেরা অভিযুক্তের 14 দিনের পুলিশি হেফাজতের দাবি জানিয়েছিলেন ৷

অন্য়দিকে এই ঘটনার পরেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন ৷ বৈঠকে তিনি কড়া ভাষায় বলেন, "অভিযুক্তদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না ।" খট্টরের বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ, পুলিশের ডিরেক্টর জেনারেল এবং অন্য শীর্ষকর্তারাও ৷

আরও পড়ুন : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

পেশায় শ্রমিক ছিলেন পঞ্জাবের তরন জেলার চিমা খুরদ গ্রামের বাসিন্দা নিহত লাকবীর সিং (35) ৷ অতীতে তাঁর কোনও অপরাধমূলক রেকর্ড বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগাযোগের সূত্র পাওয়া যায়নি ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লি সিঙ্ঘু সীমানার কাছে একটি ব্যারিকেড থেকে হাত-পা কাটা অবস্থায় তাঁর ঝুলন্ত অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় ৷ জানা গিয়েছে, পুলিশের কাছে লাকবীরকে হত্যার কথা স্বীকারও করেছেন অভিযুক্ত সর্বজিৎ ৷

প্রসঙ্গত, নৃশংস এই হত্যাকাণ্ডের পরই সোশ্য়াল মিডিয়া জুড়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দাবি করো হয়েছে, লাকবীর শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবের পবিত্র রূপকে অপমান করতে গিয়েছিলেন ৷ নিহং শিখরা এই বিষয়ে জানার সাথে সাথেই ওই যুবককে ধরে ফেলেন । তারপরই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে ৷ ওই ভাইরাল ভিডিয়োর পেছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.