ETV Bharat / bharat

Abhishek Banerjee : জীবন দেব, মাথা নত করব না; ইডির জেরার পর বিজেপিকে হুঙ্কার অভিষেকের - undefined

অভিষেক দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর পিছনে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই ৷ 10 পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতেও রাজি আছেন তিনি ৷ এদিন ইডির দফতর থেকে বেরিয়ে একই ঝাঁঝ শোনা গেল তাঁর গলায় ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 6, 2021, 9:02 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : টানা 9 ঘণ্টারও বেশি সময় জেরার পর ইডির দফতর থেকে বেরোলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক ৷ জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না ৷ তৃণমূল যেখানেই যাবে, সেখানেই বিজেপিকে হারাবে ৷

কয়লা পাচার কাণ্ডের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি ৷ এই মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি ৷ তবে করোনা পরিস্থিতির মধ্যে দুই সন্তানের মা রুজিরা দিল্লি যেতে পারবেন না জানিয়ে ইডিকে চিঠি পাঠান ৷ কলকাতায় তাঁর বাড়িতে ইডির আধিকারিকদের যেতে অনুরোধ জানান ৷ এদিকে, ইডির তলবের নির্দেশ মতো গতকালই দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক ৷ এরপর আজ বেলা সাড়ে দশটা, এগারোটা নাগাদ জামনগরে ইডির দফতরে পৌঁছান অভিষেক ৷ প্রায় রাত আটটা নাগাদ সেখান থেকে বের হন ৷ অর্থাৎ 9 ঘণ্টারও বেশি সময় ইডির দফতরে ছিলেন অভিষেক ৷

আরও পড়ুন, Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

অভিষেক দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর পিছনে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই ৷ 10 পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতেও রাজি আছেন তিনি ৷ এদিন ইডির দফতর থেকে বেরিয়ে একই ঝাঁঝ শোনা গেল তাঁর গলায় ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই হেনস্থা ৷ যাঁদের টাকা নিতে দেখা যাচ্ছে, তাঁদের দেখতে পাচ্ছেন না কেন ? রাজনৈতিক কারণেই কি তাঁদের দেখা যাচ্ছে না ? আমার বিরুদ্ধে কোনও তথ্য থাকলে প্রকাশ্যে আনুক ৷" বিজেপিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "ভয় দেখিয়ে, কোনওভাবে তৃণমূলকে রোখা যাবে না ৷ যেখানে যাব, বিজেপিকে হারাব ৷ জীবন দিয়ে দেব, মাথা নত করব না ৷"

  • #WATCH | If BJP thinks it can frighten TMC by doing all this, if they think TMC will accept defeat like Congress & other parties, we will fight more vigorously. We'll go to every state where they've killed democracy: TMC leader Abhishek Banerjee after appearing before ED in Delhi pic.twitter.com/ibbMtqZ3em

    — ANI (@ANI) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চব্বিশের ভোটে যে তৃণমূল জিতবে, সেরকমই আত্মবিশ্বাস শোনা গেল অভিষেকের গলায় ৷ অমিত শাহকে কটাক্ষ করে বলেন, "বাংলায় 200 আসন পাবেন বলেছিলেন ৷ কিন্তু 70 আসনেই থেমে যেতে হয়েছে বিজেপিকে ৷ ইডি-সিবিআই যা কিছু আছে করে নিন ৷ আমরা যে রাজ্যে যাব, সেই রাজ্যে বিজেপিকে হারাব ৷ 2024-এও আমরা বিজেপিকে হারব ৷"

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : টানা 9 ঘণ্টারও বেশি সময় জেরার পর ইডির দফতর থেকে বেরোলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক ৷ জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না ৷ তৃণমূল যেখানেই যাবে, সেখানেই বিজেপিকে হারাবে ৷

কয়লা পাচার কাণ্ডের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি ৷ এই মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি ৷ তবে করোনা পরিস্থিতির মধ্যে দুই সন্তানের মা রুজিরা দিল্লি যেতে পারবেন না জানিয়ে ইডিকে চিঠি পাঠান ৷ কলকাতায় তাঁর বাড়িতে ইডির আধিকারিকদের যেতে অনুরোধ জানান ৷ এদিকে, ইডির তলবের নির্দেশ মতো গতকালই দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক ৷ এরপর আজ বেলা সাড়ে দশটা, এগারোটা নাগাদ জামনগরে ইডির দফতরে পৌঁছান অভিষেক ৷ প্রায় রাত আটটা নাগাদ সেখান থেকে বের হন ৷ অর্থাৎ 9 ঘণ্টারও বেশি সময় ইডির দফতরে ছিলেন অভিষেক ৷

আরও পড়ুন, Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

অভিষেক দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর পিছনে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই ৷ 10 পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতেও রাজি আছেন তিনি ৷ এদিন ইডির দফতর থেকে বেরিয়ে একই ঝাঁঝ শোনা গেল তাঁর গলায় ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই হেনস্থা ৷ যাঁদের টাকা নিতে দেখা যাচ্ছে, তাঁদের দেখতে পাচ্ছেন না কেন ? রাজনৈতিক কারণেই কি তাঁদের দেখা যাচ্ছে না ? আমার বিরুদ্ধে কোনও তথ্য থাকলে প্রকাশ্যে আনুক ৷" বিজেপিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "ভয় দেখিয়ে, কোনওভাবে তৃণমূলকে রোখা যাবে না ৷ যেখানে যাব, বিজেপিকে হারাব ৷ জীবন দিয়ে দেব, মাথা নত করব না ৷"

  • #WATCH | If BJP thinks it can frighten TMC by doing all this, if they think TMC will accept defeat like Congress & other parties, we will fight more vigorously. We'll go to every state where they've killed democracy: TMC leader Abhishek Banerjee after appearing before ED in Delhi pic.twitter.com/ibbMtqZ3em

    — ANI (@ANI) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চব্বিশের ভোটে যে তৃণমূল জিতবে, সেরকমই আত্মবিশ্বাস শোনা গেল অভিষেকের গলায় ৷ অমিত শাহকে কটাক্ষ করে বলেন, "বাংলায় 200 আসন পাবেন বলেছিলেন ৷ কিন্তু 70 আসনেই থেমে যেতে হয়েছে বিজেপিকে ৷ ইডি-সিবিআই যা কিছু আছে করে নিন ৷ আমরা যে রাজ্যে যাব, সেই রাজ্যে বিজেপিকে হারাব ৷ 2024-এও আমরা বিজেপিকে হারব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.