ETV Bharat / bharat

AAP vs BJP Overnight Protests দুর্নীতির অভিযোগ দুপক্ষেরই, সারারাত দিল্লি বিধানসভায় বিক্ষোভ আপ ও বিজেপির - আম আদমি পার্টি

একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সারারাত ধরে দিল্লি বিধানসভা প্রাঙ্গণে বিক্ষোভ দেখাল শাসকদল আম আদমি পার্টি ও বিরোধী বিজেপি (AAP vs BJP Overnight protests)৷

aap-and-bjp-overnight-protests-continue-at-delhi-assembly
দুর্নীতির অভিযোগ দুপক্ষেরই, সারারাত দিল্লি বিধানসভায় বিক্ষোভ আপ ও বিজেপির
author img

By

Published : Aug 30, 2022, 2:59 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: দুর্নীতির অভিযোগে রাজধানীতে সম্মুখসমরে শাসক ও বিরোধীরা ৷ একে-অপরের বিরুদ্ধে একই অভিযোগ এনে দিল্লি বিধানসভা ভবনে সারারাত ধরে একযোগে বিক্ষোভে শামিল হল আম আদমি পার্টি (Aam Aadmi Party) ও বিজেপি ৷ মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন আপ বিধায়করা (AAP vs BJP Overnight protests)৷ অপরদিকে, বিজেপি বিধায়করা দিল্লি বিধানসভা প্রাঙ্গণে ভগৎ সিং, রাজ গুরু ও সুখদেবের ভাস্কর্যের সামনে অবস্থান বিক্ষোভ করছেন ৷

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগের দাবিতে সরব হয়েছে আম আদমি পার্টি (AAP BJP overnight protest in delhi assembly)৷ তাদের অভিযোগ, 2016 সালে বিমুদ্রাকরণের সময় কালো টাকা সাদা করেছেন সাক্সেনা ৷ আপ নেতা অতিশী অভিযোগ করেন, 2016 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের চেয়ারম্যান ছিলেন ভিকে সাক্সেনা ৷ সেই সময় তিনি তাঁর কর্মীদের উপর চাপ সৃষ্টি করে 1,400 কোটি টাকার বাতিল নোট বদল করান ৷ অতিশী বলেছেন, "2016 সালে বিমুদ্রাকরণের সময় 1,400 কোটির কালো টাকা সাদা করে দুর্নীতিতে জড়িয়েছেন সাক্সেনা ৷ সেই সময় তিনি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের চেয়ারম্যান ছিলেন ৷ এই বিষয়টির সিবিআই তদন্ত দাবি করছি ৷"

ভিকে সাক্সেনাকে দিল্লির উপরাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে অতিশী বলেছেন, "সাক্সেনা আগে যেখানে যেখানে কাজ করেছেন, সব জায়গায় ইডি ও সিবিআই-এর রেইড করা উচিত ৷ যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে, ততদিন তাঁকে বরখাস্ত করে রাখা উচিত ৷" যদিও দুর্নীতিতে জড়িয়ে পড়ে ভয় পেয়েছে বলেই আপ এই অভিযোগ আনছে বলে পাল্টা তোপ দেগেছে বিজেপি ৷

আরও পড়ুন: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর ব্যাংকের লকারে সিবিআই হানা

আপ যখন উপরাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তখন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি ৷ বিজেপি বিধায়ক রামবীর সিং বিধুরির অভিযোগ, "2021-22 সালের আবগারি নীতিতে দুর্নীতি কাণ্ডে সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিবিআই ৷ দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ৷ সেই নীতিতে যদি সবাই খুশিই ছিল, তাহলে কেন তা প্রত্যাহার করে নেওয়া হল ? অরবিন্দ কেজরিওয়ালকে এর জবাব দিতে হবে ৷"

নয়াদিল্লি, 30 অগস্ট: দুর্নীতির অভিযোগে রাজধানীতে সম্মুখসমরে শাসক ও বিরোধীরা ৷ একে-অপরের বিরুদ্ধে একই অভিযোগ এনে দিল্লি বিধানসভা ভবনে সারারাত ধরে একযোগে বিক্ষোভে শামিল হল আম আদমি পার্টি (Aam Aadmi Party) ও বিজেপি ৷ মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন আপ বিধায়করা (AAP vs BJP Overnight protests)৷ অপরদিকে, বিজেপি বিধায়করা দিল্লি বিধানসভা প্রাঙ্গণে ভগৎ সিং, রাজ গুরু ও সুখদেবের ভাস্কর্যের সামনে অবস্থান বিক্ষোভ করছেন ৷

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগের দাবিতে সরব হয়েছে আম আদমি পার্টি (AAP BJP overnight protest in delhi assembly)৷ তাদের অভিযোগ, 2016 সালে বিমুদ্রাকরণের সময় কালো টাকা সাদা করেছেন সাক্সেনা ৷ আপ নেতা অতিশী অভিযোগ করেন, 2016 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের চেয়ারম্যান ছিলেন ভিকে সাক্সেনা ৷ সেই সময় তিনি তাঁর কর্মীদের উপর চাপ সৃষ্টি করে 1,400 কোটি টাকার বাতিল নোট বদল করান ৷ অতিশী বলেছেন, "2016 সালে বিমুদ্রাকরণের সময় 1,400 কোটির কালো টাকা সাদা করে দুর্নীতিতে জড়িয়েছেন সাক্সেনা ৷ সেই সময় তিনি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের চেয়ারম্যান ছিলেন ৷ এই বিষয়টির সিবিআই তদন্ত দাবি করছি ৷"

ভিকে সাক্সেনাকে দিল্লির উপরাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে অতিশী বলেছেন, "সাক্সেনা আগে যেখানে যেখানে কাজ করেছেন, সব জায়গায় ইডি ও সিবিআই-এর রেইড করা উচিত ৷ যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে, ততদিন তাঁকে বরখাস্ত করে রাখা উচিত ৷" যদিও দুর্নীতিতে জড়িয়ে পড়ে ভয় পেয়েছে বলেই আপ এই অভিযোগ আনছে বলে পাল্টা তোপ দেগেছে বিজেপি ৷

আরও পড়ুন: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর ব্যাংকের লকারে সিবিআই হানা

আপ যখন উপরাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তখন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি ৷ বিজেপি বিধায়ক রামবীর সিং বিধুরির অভিযোগ, "2021-22 সালের আবগারি নীতিতে দুর্নীতি কাণ্ডে সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিবিআই ৷ দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ৷ সেই নীতিতে যদি সবাই খুশিই ছিল, তাহলে কেন তা প্রত্যাহার করে নেওয়া হল ? অরবিন্দ কেজরিওয়ালকে এর জবাব দিতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.