ETV Bharat / bharat

Uproar in MCD: আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি, স্থগিত দিল্লি নগরনিগমে মেয়র নির্বাচন - দিল্লি বিধানসভা

গত বছরের শেষে দিল্লি নগরনিগমে (MCD) নির্বাচন হয় ৷ সংখ্য়াগরিষ্ঠতা অর্জন করে আম আদমি পার্টি ৷ শুক্রবার ছিল শপথগ্রহণ এবং মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের দিন ৷ এই নিয়ে ব্যাপক গোলমাল শুরু হয়েছে নগনিগমের অধিবেশন কক্ষে (Uproar in MCD) ৷

Uproar in MCD
দিল্লি নগরনিগমে মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা
author img

By

Published : Jan 6, 2023, 3:49 PM IST

Updated : Jan 6, 2023, 5:09 PM IST

স্থগিত দিল্লি নগরনিগমে মেয়র নির্বাচন

নয়াদিল্লি, 6 জানুয়ারি: দিল্লি নগরনিগমের (MCD) মেয়র নির্বাচন শুক্রবার প্রচণ্ড হট্টগোলের কারণে স্থগিত করা হয়েছে । কবে আবার সভা হবে সেই বিষয়টিও স্পষ্ট নয় ৷ মেয়র নির্বাচনের জন্য নিযুক্ত প্রিসাইডিং অফিসার সত্য শর্মা উপ রাজ্যপালের দফতরে বিষয়টি জানিয়েছেন উপ রাজ্যপালই অধিবেশনের পরবর্তী দিন নির্ধারণ করবেন ৷

প্রসঙ্গত, দিল্লি নগরনিগমে মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই ব্যাপক গোলমাল শুরু হয় শুক্রবার ৷ নগরনিগমের অধিবেশন কক্ষের মধ্যেই বিজেপি (BJP) ও আম আদমি পার্টির (Aam Aadmi Party) মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বলেও অভিযোগ ৷ মনোনীত কাউন্সিলরদের শপথগ্রহণ ঘিরেই এই গোলমাল বাঁধে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, শুক্রবার দিল্লি নগরনিগমে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ ছিল ৷ সেই শপথ গ্রহণের জন্য দিল্লির উপ রাজ্যপাল বিজেপি কাউন্সিলর সত্য শর্মাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন ৷ এদিন তিনি প্রথমে শপথ নেন । এর পর তিনি মনোজ কুমারকে শপথ নেওয়ার জন্য ডাকেন ৷ মনোজ উপ রাজ্যপালে ভিকে সাক্সেনার মনোনীত কাউন্সিলর ৷ এমন মনোনীত আরও 9 জন কাউন্সিলর রয়েছেন দিল্লি নগরনিগমে ৷

মনোনীত কাউন্সিলরকে আগে শপথ গ্রহণে ডাকা নিয়েই গোলমাল শুরু হয় ৷ প্রতিবাদ করেন আম আদমি পার্টির কাউন্সিলররা ৷ তাঁরা হট্টগোল শুরু করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান শোনা যায় ৷ পালটা প্রতিবাদ করেন বিজেপি কাউন্সিলররা ৷ তাঁরা আবার কেজরিওয়াল (Arvind Kejriwal) গো ব্যাক স্লোগান দেন ৷ তা নিয়েই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ অভিযোগ, আপ কাউন্সিলররা প্রিসাইডিং অফিসার সত্য শর্মার সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন ৷

আম আদমি পার্টির তরফে কাউন্সিলর মুকেশ গোয়েল আপত্তি জানান ৷ তাঁর দাবি ছিল, নির্বাচিত কাউন্সিলরদের প্রথমে শপথ নেওয়া উচিত ৷ কিন্তু প্রিসাইডিং অফিসার ঘোষণা করেছন যে মনোনীত কাউন্সিলরদের প্রথমে শপথ নেওয়া হবে । তার জেরেই গোলমাল শুরু হয় ৷ আপের আরও অভিযোগ, উপ রাজ্যপাল বিজেপি নেতাদের নিয়োগ করেছেন, যাঁরা নাগরিক সমস্যায় বিশেষজ্ঞ নন । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার উপ রাজ্যপালকে চিঠি লিখে প্রতিবাদ করেছেন ৷

এই নিয়ে টুইট করেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ তিনি ওই টুইটে নিশানা করেছেন বিজেপিকে ৷ লিখেছেন, "এমসিডিতে তাঁদের অপকর্ম লুকানোর জন্য বিজেপি কর্মীরা কতদূর নত হবেন ! নির্বাচন স্থগিত করা, প্রিসাইডিং অফিসারের বেআইনি নিয়োগ, মনোনীত কাউন্সিলরদের বেআইনি নিয়োগ এবং এখন জনগণের নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ করতে না দেওয়া… যদি আপনারা জনগণের সিদ্ধান্তকে সম্মান করতে না পারেন ! তাহলে নির্বাচন কেন ?’’

প্রসঙ্গত, দিল্লি নগরনিগমে 250 জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন । দিল্লির বিজেপির সাতজন লোকসভা সাংসদ এবং আপের তিনজন রাজ্যসভার সাংসদ এবং দিল্লি বিধানসভার (Delhi Assembly) স্পিকার দ্বারা মনোনীত 14 জন বিধায়কও মেয়র এবং ডেপুটি মেয়র পদের নির্বাচনে অংশ নেবেন । এছাড়া স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যও নির্বাচিত হবেন । কংগ্রেসের (Congress) 9 জন কাউন্সিলর ভোটে অংশ নেবেন না বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: দিল্লিতে দলবদলে বিক্ষোভ জনতার, আপ ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন তিন নেতার

স্থগিত দিল্লি নগরনিগমে মেয়র নির্বাচন

নয়াদিল্লি, 6 জানুয়ারি: দিল্লি নগরনিগমের (MCD) মেয়র নির্বাচন শুক্রবার প্রচণ্ড হট্টগোলের কারণে স্থগিত করা হয়েছে । কবে আবার সভা হবে সেই বিষয়টিও স্পষ্ট নয় ৷ মেয়র নির্বাচনের জন্য নিযুক্ত প্রিসাইডিং অফিসার সত্য শর্মা উপ রাজ্যপালের দফতরে বিষয়টি জানিয়েছেন উপ রাজ্যপালই অধিবেশনের পরবর্তী দিন নির্ধারণ করবেন ৷

প্রসঙ্গত, দিল্লি নগরনিগমে মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই ব্যাপক গোলমাল শুরু হয় শুক্রবার ৷ নগরনিগমের অধিবেশন কক্ষের মধ্যেই বিজেপি (BJP) ও আম আদমি পার্টির (Aam Aadmi Party) মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বলেও অভিযোগ ৷ মনোনীত কাউন্সিলরদের শপথগ্রহণ ঘিরেই এই গোলমাল বাঁধে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, শুক্রবার দিল্লি নগরনিগমে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ ছিল ৷ সেই শপথ গ্রহণের জন্য দিল্লির উপ রাজ্যপাল বিজেপি কাউন্সিলর সত্য শর্মাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন ৷ এদিন তিনি প্রথমে শপথ নেন । এর পর তিনি মনোজ কুমারকে শপথ নেওয়ার জন্য ডাকেন ৷ মনোজ উপ রাজ্যপালে ভিকে সাক্সেনার মনোনীত কাউন্সিলর ৷ এমন মনোনীত আরও 9 জন কাউন্সিলর রয়েছেন দিল্লি নগরনিগমে ৷

মনোনীত কাউন্সিলরকে আগে শপথ গ্রহণে ডাকা নিয়েই গোলমাল শুরু হয় ৷ প্রতিবাদ করেন আম আদমি পার্টির কাউন্সিলররা ৷ তাঁরা হট্টগোল শুরু করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান শোনা যায় ৷ পালটা প্রতিবাদ করেন বিজেপি কাউন্সিলররা ৷ তাঁরা আবার কেজরিওয়াল (Arvind Kejriwal) গো ব্যাক স্লোগান দেন ৷ তা নিয়েই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ অভিযোগ, আপ কাউন্সিলররা প্রিসাইডিং অফিসার সত্য শর্মার সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন ৷

আম আদমি পার্টির তরফে কাউন্সিলর মুকেশ গোয়েল আপত্তি জানান ৷ তাঁর দাবি ছিল, নির্বাচিত কাউন্সিলরদের প্রথমে শপথ নেওয়া উচিত ৷ কিন্তু প্রিসাইডিং অফিসার ঘোষণা করেছন যে মনোনীত কাউন্সিলরদের প্রথমে শপথ নেওয়া হবে । তার জেরেই গোলমাল শুরু হয় ৷ আপের আরও অভিযোগ, উপ রাজ্যপাল বিজেপি নেতাদের নিয়োগ করেছেন, যাঁরা নাগরিক সমস্যায় বিশেষজ্ঞ নন । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার উপ রাজ্যপালকে চিঠি লিখে প্রতিবাদ করেছেন ৷

এই নিয়ে টুইট করেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ তিনি ওই টুইটে নিশানা করেছেন বিজেপিকে ৷ লিখেছেন, "এমসিডিতে তাঁদের অপকর্ম লুকানোর জন্য বিজেপি কর্মীরা কতদূর নত হবেন ! নির্বাচন স্থগিত করা, প্রিসাইডিং অফিসারের বেআইনি নিয়োগ, মনোনীত কাউন্সিলরদের বেআইনি নিয়োগ এবং এখন জনগণের নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ করতে না দেওয়া… যদি আপনারা জনগণের সিদ্ধান্তকে সম্মান করতে না পারেন ! তাহলে নির্বাচন কেন ?’’

প্রসঙ্গত, দিল্লি নগরনিগমে 250 জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন । দিল্লির বিজেপির সাতজন লোকসভা সাংসদ এবং আপের তিনজন রাজ্যসভার সাংসদ এবং দিল্লি বিধানসভার (Delhi Assembly) স্পিকার দ্বারা মনোনীত 14 জন বিধায়কও মেয়র এবং ডেপুটি মেয়র পদের নির্বাচনে অংশ নেবেন । এছাড়া স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যও নির্বাচিত হবেন । কংগ্রেসের (Congress) 9 জন কাউন্সিলর ভোটে অংশ নেবেন না বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: দিল্লিতে দলবদলে বিক্ষোভ জনতার, আপ ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন তিন নেতার

Last Updated : Jan 6, 2023, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.