নয়াদিল্লি, 15 জুন: গলওয়ান উপত্যকায় (Galwan Clash) ভারত ও চিনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনার এক বছর পূর্ণ হল ৷ সেই দিন 20 জন ভারতীয় সৈনিকের শহিদ হওয়ার দুর্ভাগ্যজনক ঘটনাকে স্মরণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ তাঁর অভিযোগ, গলওয়ানের ঘটনা নিয়ে কেন্দ্র এখনও ধোঁয়াশা কাটায়নি ৷ এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷
মঙ্গলবার একটি বিবৃতি জারি করে সোনিয়া গান্ধি তাতে লিখেছেন, "গলওয়ানে যে নজিরবিহীন ঘটনা ঘটেছিল সে বিষয়ে দেশবাসীকে সঠিক তথ্য দিয়ে ধন্ধ কাটানো হোক ৷ তার জন্যই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছে ৷ মানুষকে আশ্বস্ত করা হোক যে, আমাদের সাহসী জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না ৷ এখনও পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বলে কংগ্রেস উদ্বিগ্ন ৷ এবং এক বছর আগে এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর শেষ শব্দ ছিল, কোনও সীমা লঙ্ঘন হয়নি ৷"
আরও পড়ুন: শুভেন্দুর চ্যালেঞ্জের জবাব, বিধায়ক পদ এখনই ছাড়ছেন না মুকুল
সোনিয়া আরও বলেছেন, "প্রধানমন্ত্রীর বিবৃতির মাধ্যমে সে দিনের ঘটনার বিস্তারিত অধ্যায় বারবার জানতে চেয়েছি ৷ 2020 সালের এপ্রিলের পর থেকে সেখানকার পরিস্থিতির অগ্রগতি কী হয়েছে তাও জানতে চেয়েছি ৷ চিনের সঙ্গে ভারতের ডিসএনগেজমেন্ট চুক্তি অর্থাৎ সেনা সরানোর চুক্তি ভারতের জন্য পুরোটাই ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ ক্ষতি বা লোকসানে পরিণত হয়েছে ৷"
আরও পড়ুন : মাতৃশোকে পার্থর পাশে মুকুল-শুভ্রাংশু, সৌজন্যের আবহে কি সম্পর্ক মেরামতির চেষ্টা?
গলওয়ানের সংঘর্ষ নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাহুল গান্ধিও ৷ সেই পোস্টে হ্যাশট্যাগ জাস্টিস ফর গলওয়ান মার্টায়ার্স লিখে তিনি বলেছেন, "সে দিনের ঘটনা নিয়ে এখনও বহু প্রশ্নের উত্তর অজানা থেকে গিয়েছে, মানুষের বহু ব্যাখ্যা দাবি করলেও তার জবাব দেওয়া হয়নি ৷"