ETV Bharat / bharat

বঙ্গবন্ধু প্রত্য়েক ভারতীয়ের নায়ক, মুজিবুরের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য মোদির

বাংলায় টুইট করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানালেন, বাংলাদেশে ‘মুজিবুর রহমান’ বর্ষ পালনের অনুষ্ঠানে সামিল হতে পেরে তিনি গর্বিত ৷

A hero for all Indians: PM Modi on Sheikh Mujibur Rahman's birth anniversary
বঙ্গবন্ধু প্রত্য়েক ভারতীয়ের নায়ক, মুজিবুরের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য মোদির
author img

By

Published : Mar 17, 2021, 1:20 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করলেন বাংলায় ৷ লিখলেন, ‘‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ।’’

1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের রূপকার মুজিবুর রহমান ৷ মোদির মতে, শুধুমাত্র বাংলাদেশের নয়, মুজিবুর ভারতীয়দেরও নায়ক ৷ প্রধানমন্ত্রীর ভাষায়, ‘‘সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন ।’’ প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ৷ যা তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয় বলেই উল্লেখ করেন মোদি ৷

A hero for all Indians: PM Modi on Sheikh Mujibur Rahman's birth anniversary
স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমান ৷

আগামী 26 এবং 27 মার্চ বাংলাদেশ সফরে যাবেন মোদি ৷ ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর ৷

  • মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

    — Narendra Modi (@narendramodi) March 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুজিবুরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷ তাঁর মতে, মুজিবরের আদর্শ আজও বিশ্ববাসীকে উদ্দীপিত করে ৷ টুইটারে বিদেশ মন্ত্রী লেখেন, ‘‘জন্ম শতবর্ষে শেখ মুজিবুর রহমানকে আমার শ্রদ্ধার্ঘ্য ৷ বাংলাদেশের সঙ্গে তাঁর আদর্শকে যৌথভাবে পালন করতে পেরে ভারত গর্বিত ৷’’

আরও পড়ুন : বাড়ছে করোনা, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে মোদি

প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা ‘মুজিবুর বর্ষ’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার ৷ একইসঙ্গে, এবছরই ভারত-বাংলাদেশ কূটনেতিক চুক্তি স্থাপন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তির অনুষ্ঠান পালিত হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগে শেষবার 2015 সালে মোদি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷

নয়াদিল্লি, 17 মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করলেন বাংলায় ৷ লিখলেন, ‘‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ।’’

1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের রূপকার মুজিবুর রহমান ৷ মোদির মতে, শুধুমাত্র বাংলাদেশের নয়, মুজিবুর ভারতীয়দেরও নায়ক ৷ প্রধানমন্ত্রীর ভাষায়, ‘‘সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন ।’’ প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ৷ যা তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয় বলেই উল্লেখ করেন মোদি ৷

A hero for all Indians: PM Modi on Sheikh Mujibur Rahman's birth anniversary
স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমান ৷

আগামী 26 এবং 27 মার্চ বাংলাদেশ সফরে যাবেন মোদি ৷ ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর ৷

  • মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

    — Narendra Modi (@narendramodi) March 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুজিবুরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷ তাঁর মতে, মুজিবরের আদর্শ আজও বিশ্ববাসীকে উদ্দীপিত করে ৷ টুইটারে বিদেশ মন্ত্রী লেখেন, ‘‘জন্ম শতবর্ষে শেখ মুজিবুর রহমানকে আমার শ্রদ্ধার্ঘ্য ৷ বাংলাদেশের সঙ্গে তাঁর আদর্শকে যৌথভাবে পালন করতে পেরে ভারত গর্বিত ৷’’

আরও পড়ুন : বাড়ছে করোনা, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে মোদি

প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা ‘মুজিবুর বর্ষ’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার ৷ একইসঙ্গে, এবছরই ভারত-বাংলাদেশ কূটনেতিক চুক্তি স্থাপন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তির অনুষ্ঠান পালিত হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগে শেষবার 2015 সালে মোদি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.