ETV Bharat / bharat

Nellore Rape: ধর্ষণের পর অ্যাসিড ঢেলে দেয় মামা, 5 মাস লড়াইয়ের পর মৃত্যু নাবালিকার - Nellore Rape Victim died

ধর্ষণের পর মুখে ঢালা হয়েছিল অ্যাসিড । মামার পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল নেল্লোরের নাবালিকা । পাঁচ মাস ধরে চেন্নাইয়ে চিকিৎসার পর শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানল নির্যাতিতা (Nellore Rape victim died after 5 months of Treatment)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 1, 2023, 12:15 PM IST

নেল্লোর, 1 ফেব্রুয়ারি: মামার নির্যাতনের শিকার । ধর্ষণ করার পর মুখে ঢেলে দেওয়া হয়েছিল অ্যাসিড (Rape victim died after 5 months of Treatment) । শেষ পর্যন্ত 5 মাস লড়াইয়ের পর হার মানল বছর 14-এর নাবালিকা । নারকীয় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে (Nellore Rape Case) ।

জানা গিয়েছে, মেয়েটির বাড়ি শ্রীপোট্টি শ্রীরামুলু নেল্লোর জেলার ভেঙ্কটাচালাম মণ্ডলের একটি গ্রামে । বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক । গত বছরের 5 সেপ্টেম্বর পরিবারের সদস্যরা নেল্লোরে গিয়েছিলেন । বাড়িতে একাই ছিল নাবালিকা । তখনই তার মামা ঘরে আসে । মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করায় বাথরুমে লুকিয়ে পড়ে সে (Minor raped by Maternal Uncle) । ভেতর থেকে প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকায় দরজা ভেঙে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত (Rape in Nellore Andhra Pradesh) ।

চিকিৎসার জন্য নেল্লোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে । সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর উন্নত চিকিৎসার জন্য চেন্নাইতে স্থানান্তরিত করা হয় তাকে । হাসপাতাল সূত্রে খবর, মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল । অ্যাসিড ঢেলে দেওয়ায় মুখ ও দেহের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল ।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

যদিও চেন্নাইতে স্থানান্তরিত করার পর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছিল নির্যাতিতা (Nellore Rape Victim died) । সম্প্রতি মেয়েটিকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, দু'মাস পর প্লাস্টিক সার্জারি করে তার মুখ ফের পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হবে । যদিও চলতি সপ্তাহে ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । শেষ পর্যন্ত মঙ্গলবার মৃত্যু হয় ওই নাবালিকার । ঘটনায় মামলা দায়ের করেছে নেল্লোর জেলা পুলিশ । তদন্তের চেন্নাই পৌঁছেছেন আধিকারিকরা ।

আরও পড়ুন: নাবালককে ধর্ষণ, 20 বছরের সাজা ঘোষণা কার্শিয়াং পকসো আদালতের

নেল্লোর, 1 ফেব্রুয়ারি: মামার নির্যাতনের শিকার । ধর্ষণ করার পর মুখে ঢেলে দেওয়া হয়েছিল অ্যাসিড (Rape victim died after 5 months of Treatment) । শেষ পর্যন্ত 5 মাস লড়াইয়ের পর হার মানল বছর 14-এর নাবালিকা । নারকীয় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে (Nellore Rape Case) ।

জানা গিয়েছে, মেয়েটির বাড়ি শ্রীপোট্টি শ্রীরামুলু নেল্লোর জেলার ভেঙ্কটাচালাম মণ্ডলের একটি গ্রামে । বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক । গত বছরের 5 সেপ্টেম্বর পরিবারের সদস্যরা নেল্লোরে গিয়েছিলেন । বাড়িতে একাই ছিল নাবালিকা । তখনই তার মামা ঘরে আসে । মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করায় বাথরুমে লুকিয়ে পড়ে সে (Minor raped by Maternal Uncle) । ভেতর থেকে প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকায় দরজা ভেঙে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত (Rape in Nellore Andhra Pradesh) ।

চিকিৎসার জন্য নেল্লোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে । সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর উন্নত চিকিৎসার জন্য চেন্নাইতে স্থানান্তরিত করা হয় তাকে । হাসপাতাল সূত্রে খবর, মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল । অ্যাসিড ঢেলে দেওয়ায় মুখ ও দেহের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল ।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

যদিও চেন্নাইতে স্থানান্তরিত করার পর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছিল নির্যাতিতা (Nellore Rape Victim died) । সম্প্রতি মেয়েটিকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, দু'মাস পর প্লাস্টিক সার্জারি করে তার মুখ ফের পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হবে । যদিও চলতি সপ্তাহে ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । শেষ পর্যন্ত মঙ্গলবার মৃত্যু হয় ওই নাবালিকার । ঘটনায় মামলা দায়ের করেছে নেল্লোর জেলা পুলিশ । তদন্তের চেন্নাই পৌঁছেছেন আধিকারিকরা ।

আরও পড়ুন: নাবালককে ধর্ষণ, 20 বছরের সাজা ঘোষণা কার্শিয়াং পকসো আদালতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.