পানিপথ, 26 নভেম্বর: খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু এক 13 বছরের কিশোরের ৷ হরিয়ানার পানিপথের ভালসি গ্রামের ঘটনা ৷ এরাজ্যের বাসিন্দা কোশর নামে এক ব্যক্তি গত একবছর ধরে ওই গ্রামে বসবাস করছেন কর্মসূত্রে ৷ সেখানেই 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন কোশর ৷ এদিন কোশরের ছেলে কাপড় নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস লাগিয়ে দেয় ৷ আর তার জেরে মৃত্যু হয় 13 বছরের ওই কিশোরের (Boy Died After Being Strangulated While Playing) ৷
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে কোশর কাজে বেরিয়ে যান ৷ আর তাঁর স্ত্রী নার্গিস 3 সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন ৷ তাঁদের বড় ছেবে 13 বছরের নাজিম রাজা সকালে নমাজ পড়ে মাকে বলে খেলতে চলে যায় ৷ বাড়ির ছাদে একটি কাপড়ে ঝুলে খেলছিল সে ৷ তখনই কাপড়ে ফাঁস লেগে ঝুলে যায় নাজিম ৷ অনেকক্ষণ হয়ে গেলেও নাজিমের সাড়া শব্দ না পেয়ে, বাড়ির সকলে তার খোঁজ শুরু করেন ৷ তখনই নাজিমের ছোট ভাই লক্ষ্য করে যে, সে কাপড়ে ফাঁস লেগে ঝুলছে ৷
আরও পড়ুন: দোলনার কাপড়ে গলায় ফাঁস লেগে মৃত্যু নাবালকের
বিষয়টি জানতে পেরে নাজিমের মা এবং অন্যান্যরা তাকে ফাঁস থেকে ছাড়িয়ে নিচে নামায় ৷ জানা গিয়েছে, সেই সময় নাজিমের শ্বাস প্রশ্বাস চলছিল ৷ তৎক্ষণাত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই নাজিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷ খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছয় ৷ নাজিমের দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷