ETV Bharat / bharat

আইআইটি রুরকির 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত

আইআইটি রুরকির 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত ৷ কর্তৃপক্ষের তরফেই জানানো হয়েছে এই কথা ৷ আক্রান্তদের ক্য়াম্পাসের ভিতরেই গঙ্গা হস্টেলে রাখা হয়েছে ৷ আপাতত এই হস্টেল কোভিড সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে ৷

88 students of IIT Roorkee test Covid positive
আইআইটি রুরকির 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত
author img

By

Published : Apr 8, 2021, 3:11 PM IST

দেরাদুন, 8 এপ্রিল : উত্তরাখণ্ডের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) রুরকির প্রায় 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত ৷ বৃহস্পতিবার কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয় ৷

আইআইটি রুরকির মুখপাত্র সোনিকা শ্রীবাস্তব জানান, ওই 88 জন করোনা আক্রান্ত পড়ুয়াকে ক্য়াম্পাসের ভিতরেই গঙ্গা হস্টেলে রাখা হয়েছে ৷ মহামারীর আবহে এই হস্টেলটিকেই জরুরি ভিত্তিতে করোনা সেন্টারে পরিণত করা হয়েছে ৷ আক্রান্তরা সকলেই হরিদ্বারের স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান সোনিকা ৷

আরও পড়ুন : মার্চ পর্যন্ত 5 রাজ্যে সংক্রমিত 79688, করোনার দ্বিতীয় ঢেউয়ে নিশানায় শিশুরাও

সোনিকা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর কঠোরভাবে মেনে চলা হচ্ছে কোভিড বিধি ৷ ইতিমধ্যেই পাঁচটি হস্টেল ‘সিল’ করে দেওয়া হয়েছে ৷ তবে এই পরিস্থিতিতেও অনলাইন ক্লাস চলছে ৷ সেখানে কোনও সমস্য়া নেই ৷

প্রসঙ্গত, গত বুধবার উত্তরাখণ্ডে নতুন করে 1 হাজার 109 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে কোভিড রোগীর সংখ্যা 1 লাখ 4 হাজার 711 ৷

দেরাদুন, 8 এপ্রিল : উত্তরাখণ্ডের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) রুরকির প্রায় 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত ৷ বৃহস্পতিবার কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয় ৷

আইআইটি রুরকির মুখপাত্র সোনিকা শ্রীবাস্তব জানান, ওই 88 জন করোনা আক্রান্ত পড়ুয়াকে ক্য়াম্পাসের ভিতরেই গঙ্গা হস্টেলে রাখা হয়েছে ৷ মহামারীর আবহে এই হস্টেলটিকেই জরুরি ভিত্তিতে করোনা সেন্টারে পরিণত করা হয়েছে ৷ আক্রান্তরা সকলেই হরিদ্বারের স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান সোনিকা ৷

আরও পড়ুন : মার্চ পর্যন্ত 5 রাজ্যে সংক্রমিত 79688, করোনার দ্বিতীয় ঢেউয়ে নিশানায় শিশুরাও

সোনিকা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর কঠোরভাবে মেনে চলা হচ্ছে কোভিড বিধি ৷ ইতিমধ্যেই পাঁচটি হস্টেল ‘সিল’ করে দেওয়া হয়েছে ৷ তবে এই পরিস্থিতিতেও অনলাইন ক্লাস চলছে ৷ সেখানে কোনও সমস্য়া নেই ৷

প্রসঙ্গত, গত বুধবার উত্তরাখণ্ডে নতুন করে 1 হাজার 109 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে কোভিড রোগীর সংখ্যা 1 লাখ 4 হাজার 711 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.