দিল্লি, 2 ফেব্রুয়ারি : দেশে কমল কোরোনা আক্রান্তের সংখ্যা । আট মাসে দৈনিকে সংক্রমণ সর্বনিম্ন দেখা গেল গত 24 ঘণ্টায়। 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 8 হাজার 635 জন । মৃত্যু হয়েছে 94 জনের ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1 কোটি 7 লাখ 66 হাজার 245 জন । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 54 হাজার 486 জন । এদিকে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 63 হাজার 353 ।
দেশে একদিনে সুস্থ হয়েছে 13 হাজার 423 । দেশে মোট সুস্থ হয়েছে 1 কোটি 4 লাখ 48 হাজার 406 জন ।
24 ঘণ্টায় দেশে 6 লাখ 59 হাজার 422 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 1 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 19 কোটি 77 লাখ 52 হাজার 57 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।