ধারওয়াদ (কর্নাটক), 15 জানুয়ারি : কর্নাটকে পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হল ৷ গুরুতর আহত 9 জন ৷ শুক্রবার সকাল আটটায় ধারওয়াদ জেলার ইটিগাট্টি গ্রামের সীমান্তে এক যাত্রীবাহী টেম্পো একটি টিপার লরিকে ধাক্কা মারে ৷ 4 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ টেম্পো ট্র্যাভেলারটি দাভানগেরা থেকে বেলাগাভি যাচ্ছিল। ঘটনাস্থানেই 5 জনের মৃত্যু হয় ৷ পরে আরও 6 জনের মৃত্যু হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি গাড়িই দ্রুত বেগে আসছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টেম্পো টিপার লরিকে মুখোমুখি ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই 5 জনের মৃত্যু হয় ৷ আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে দুর্ঘটনাগ্রস্ত টেম্পো ট্র্যাভেলার থেকে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায় ৷ পরে সেখানেই মৃত্যু হয় আরও ছয় জনের ৷ গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল থেকে পরে হুবলি কেআইএমএস-এ স্থানান্তরিত করা হয় ৷
আরও পড়ুন :কোরোনা টিকাকরণের নিয়মবিধি, রাজ্যগুলিকে রুলবুক পাঠাল কেন্দ্র
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ দুর্ঘটনার তীব্রতার ফলে যাত্রীবাহী টেম্পো ট্র্যাভেলারটির ছাদ উড়ে যায় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পো ট্র্যাভেলারটি দাভানগেরা থেকে বেলাগাভি যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা টিপার লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো ট্র্যাভেলারটি ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷