চাম্বা (হিমাচলপ্রদেশ), 10 মার্চ : খাদে বাস পড়ে প্রাণ গেল আটজনের ৷ গুরুতর আহত আরও 11 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের চাম্বা জেলার তিসা মহকুমায় ৷ বুধবার একথা জানান চাম্বার পুলিশ সুপার এস আরুল কুমার ৷
হিমচলপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীনই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ ঘটনায় নিহতদের কথা স্মরণ করে শোকপ্রকাশ করেন তিনি ৷ দেন তাঁদের পরিবার ও আহতদের পাশের থাকার আশ্বাস ৷
আরও পড়ুন : দ্রুত গতিতে ওভার টেক করতে গিয়ে পথ দুর্ঘটনা, মৃত 1
এদিন বিধানসভায় উপস্থিত সদস্যদের সামনেই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী ৷ জানান, সকাল 10টা 15 নাগাদ তিসার মোড় কলোনির কাছে প্রায় 200 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি ৷ প্রাণ খোয়াতে হয় আটজনকে ৷ আহতদের চিকিৎসার জন্য দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷