ETV Bharat / bharat

Beaten to Death: কিশোরীকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের চেষ্টা ! 73 বছরের বৃদ্ধকে পিটিয়ে খুন পরিবারের

73 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে খুনের (Beaten to Death) অভিযোগ উঠল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) ৷ অভিযুক্তদের দাবি, তাঁদের পরিবারের সদস্য, 16 বছরের এক কিশোরীকে মাদক খাইয়ে যৌন নিগ্রহের (Sexual Assault) চেষ্টা করেছিলেন নিহত বৃদ্ধ ৷

73 year old man Beaten to Death in Bengaluru after allegedly Sexually Assault a teenage girl
Beaten to Death: কিশোরীকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের চেষ্টা ! 73 বছরের বৃদ্ধকে পিটিয়ে খুন পরিবারের
author img

By

Published : Dec 12, 2022, 6:50 PM IST

বেঙ্গালুরু, 12 ডিসেম্বর: 73 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে খুনের (Beaten to Death) অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের দাবি, নিহত বৃদ্ধ ওই কিশোরীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে যৌন নিগ্রহ (Sexual Assault) চালানোর চেষ্টা করেছিলেন ! রবিবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) ৷ সোমবার ঘটনার কথা প্রকাশ্য়ে আনেন শহরের পূর্ব বিভাগের ডিসিপি ভিম শংকর গুলেড ৷

ডিসিপি জানিয়েছেন, নিহত ওই বৃদ্ধের নাম কুপান্না ৷ তিনি আদতে তামিলনাড়ুর বাসিন্দা ৷ তবে বহু বছর ধরে কুপান্না থাকতেন বেঙ্গালুরু শহরে ৷ তাঁর বাড়ির কাছেই থাকতেন কিশোরী ৷ রবিবার সন্ধে নাগাদ বাড়ির বাইরে মেলে রাখা স্কুলের ইউনিফর্ম তুলতে বের হয় মেয়েটি ৷ সেই সময়ে কুপান্না তার সঙ্গে কথা বলেন ৷ এরপর বৃদ্ধ মেয়েটিকে মাদক মিশ্রিত পানীয় খাওয়ান এবং কিশোরী কিছুটা আচ্ছন্ন হয়ে পড়তেই তাঁকে ঘরে নিয়ে যান বৃদ্ধ ৷ এরপর সেখানেই তিনি ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: মেয়ের বিয়ে, মেহেন্দির আসরে নাচতে নাচতেই প্রাণ হারালেন বাবা!

এদিকে মেয়েকে ফিরতে না-দেখে তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেন কিশোরীর বাবা-মা ৷ তখনই ওই বৃদ্ধের বাড়ি থেকে মেয়েকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁরা ৷ পরে মেয়েটি তার পরিবারের সদস্যদের সব কথা জানায় ৷ পরবর্তীতে রাগে ওই বৃদ্ধের উপর চড়াও হন কিশোরীর পরিবারের সদস্যরা ৷ তাঁদের মারেই পরবর্তীতে প্রাণ যায় কুপান্নার ৷

অন্যদিকে, এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর বৃদ্ধের বিরুদ্ধে স্থানীয় হেন্নুর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা-মা ৷ তদন্তের কাজে পুলিশ কুপান্নার বাড়িতে যায় ৷ দেখে বৃদ্ধ একেবারে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ! তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় আগেই পকসো আইনে কুপান্নার বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ ৷ তাঁর মৃত্যুর পর আলাদা একটি গণপিটুনি এবং তার জেরে খুনের অভিযোগও দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

বেঙ্গালুরু, 12 ডিসেম্বর: 73 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে খুনের (Beaten to Death) অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের দাবি, নিহত বৃদ্ধ ওই কিশোরীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে যৌন নিগ্রহ (Sexual Assault) চালানোর চেষ্টা করেছিলেন ! রবিবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) ৷ সোমবার ঘটনার কথা প্রকাশ্য়ে আনেন শহরের পূর্ব বিভাগের ডিসিপি ভিম শংকর গুলেড ৷

ডিসিপি জানিয়েছেন, নিহত ওই বৃদ্ধের নাম কুপান্না ৷ তিনি আদতে তামিলনাড়ুর বাসিন্দা ৷ তবে বহু বছর ধরে কুপান্না থাকতেন বেঙ্গালুরু শহরে ৷ তাঁর বাড়ির কাছেই থাকতেন কিশোরী ৷ রবিবার সন্ধে নাগাদ বাড়ির বাইরে মেলে রাখা স্কুলের ইউনিফর্ম তুলতে বের হয় মেয়েটি ৷ সেই সময়ে কুপান্না তার সঙ্গে কথা বলেন ৷ এরপর বৃদ্ধ মেয়েটিকে মাদক মিশ্রিত পানীয় খাওয়ান এবং কিশোরী কিছুটা আচ্ছন্ন হয়ে পড়তেই তাঁকে ঘরে নিয়ে যান বৃদ্ধ ৷ এরপর সেখানেই তিনি ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: মেয়ের বিয়ে, মেহেন্দির আসরে নাচতে নাচতেই প্রাণ হারালেন বাবা!

এদিকে মেয়েকে ফিরতে না-দেখে তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেন কিশোরীর বাবা-মা ৷ তখনই ওই বৃদ্ধের বাড়ি থেকে মেয়েকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁরা ৷ পরে মেয়েটি তার পরিবারের সদস্যদের সব কথা জানায় ৷ পরবর্তীতে রাগে ওই বৃদ্ধের উপর চড়াও হন কিশোরীর পরিবারের সদস্যরা ৷ তাঁদের মারেই পরবর্তীতে প্রাণ যায় কুপান্নার ৷

অন্যদিকে, এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর বৃদ্ধের বিরুদ্ধে স্থানীয় হেন্নুর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা-মা ৷ তদন্তের কাজে পুলিশ কুপান্নার বাড়িতে যায় ৷ দেখে বৃদ্ধ একেবারে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ! তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় আগেই পকসো আইনে কুপান্নার বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ ৷ তাঁর মৃত্যুর পর আলাদা একটি গণপিটুনি এবং তার জেরে খুনের অভিযোগও দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.