ETV Bharat / bharat

Madhya Pradesh Borewell Tragedy: শেষরক্ষা হল না, 24 ঘণ্টা পর মৃত অবস্থায় কুয়ো থেকে উদ্ধার সাত বছরের লোকেশ - মৃত ঘোষণা চিকিৎসকদের

এনডিআরএফ ও মধ্যপ্রদেশ প্রশাসন তরফে 24 ঘণ্টা ধরে লাগাতার চলে উদ্ধার কাজ ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ উদ্ধার হওয়া শিশুকে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা (Madhya Pradesh Borewell Tragedy) ৷

Child falls in Borewell
কুয়োয় পড়ে গেল 7 বছরের শিশু
author img

By

Published : Mar 15, 2023, 1:28 PM IST

Updated : Mar 15, 2023, 4:00 PM IST

বিদিশা (মধ্যপ্রদেশ), 15 মার্চ: বাঁচানো গেল না 7 বছরের লোকেশকে ৷ উদ্ধারের পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করলেন ৷ মধ্যপ্রদেশের বিদিশা জেলায় মঙ্গলবার হনুমানের হাত থেকে পালাতে গিয়ে কুয়োয় পড়ে যায় শিশুটি (7-year-old boy falls into 60-ft borewell) । 24 ঘণ্টা ধরে এনডিআরএফ ও মধ্যপ্রদেশ প্রশাসন উদ্ধার কাজ চালায় ৷ এরপর বুধবার শিশুটিকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ তবে সব আশা ব্যর্থ ৷ শিশুটিকে মারা গিয়েছে বলে উদ্ধারের পর জানান চিকিৎসকরা ৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, লোকেশের মৃত্যুতে তিনি শোকাহত । তিনি বলেন, "আমাদের অক্লান্ত চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি । আমি তার আত্মার শান্তি কামনা করছি ঈশ্বরের কাছে ৷ তার পরিবারকে ঈশ্বর এই আঘাত সহ্য করার ক্ষমতা দিক সেই প্রার্থনা করি ।" শিবরাজ সিং চৌহান জানান, সরকার এই দুঃসময়ে শোকস্তব্ধ পরিবারের পাশে থাকবে । শিশুর পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন তিনি । মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ করা যায় । শিশুটিকে উদ্ধারের জন্য সর্বোত্তম চেষ্টার জন্য মুখ্যমন্ত্রী এনডিআরএফ এবং এসডিআরএফ দল এবং স্থানীয় প্রশাসনের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ৷

মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ৷ একটি সাত বছরের শিশু পড়ে গিয়েছিল 60 ফুট গভীর কুয়োয় ৷ এর পরে বুধবার পর্যন্ত 24 ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে তাকে তোলা হয় ৷ শিশুটি কুয়োর 43 ফুট গভীরতায় আটকে ছিল ৷ ছেলেটিকে বের করতে আর্থমুভারের সাহায্যে 35 ফুট সমান্তরাল গর্ত খনন করা হয় । কুয়োয় পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই জেলা প্রশাসন, পুলিশ এবং কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলার দল নিয়ে একটি যৌথ অভিযান শুরু করে ৷

জেলা কালেক্টর উমাশংকর ভার্গব (District Collector Umashankar Bhargava) এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) হর্ষাল চৌধুরি (Harshal Chaudhary) ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ পরিস্থিতি ও উদ্ধার কাজের বিষয়ে পর্যালোচনা করেন তাঁরা । ঘটনার বিবরণ দিয়ে উমাশংকর জানান, মঙ্গলবার সকাল 11টার দিকে সাত বছরের ছেলে লোকেশ গর্তে পড়ে যায় । লোকেশ মাঠে খেলছিল ৷ এমন সময় হঠাৎ হনুমানের দল এসে হাজির । তাদের দেখে লোকেশ তার ভাইবোনদের সঙ্গে দৌড়াতে শুরু করে । দৌড়ানোর সময় লোকেশ দুই ফুট চওড়া এবং 60 ফুট গভীর কুয়োয় পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসন ।

উমাশংকর আরও জানান, পাইপের সাহায্যে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে । শিশুটিকে উদ্ধারের জন্য সমান্তরাল গর্ত খনন করা হয়েছে । উদ্ধারকারীরা শিশুটির ওপর নজর রাখছে এবং ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি দেখা হচ্ছে ৷ উদ্ধারকাজের জন্য অন্তত পাঁচটি জেসিবি মেশিন ঘটনাস্থলে পৌঁছেছে । শিশুটিকে উদ্ধারকারীরা অনুপ্রাণিত করছে ৷ তার সঙ্গে কথা বলছে ৷ জেলা কালেক্টর বলেন, "আমরা শিশুটির কাছে পৌঁছনোর জন্য একটি 49 ফুট সমান্তরাল গর্ত খনন করছি এবং আমরা ইতিমধ্যে 34 ফুট খনন করতে পেরেছি । আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিশুটিকে বের করার চেষ্টা করছি ৷ আশা করছি শিগগিরই শিশুটিকে উদ্ধার করা হবে ।" তবে শেষ রক্ষা করা গেল না ৷ মারা গিয়েছে লোকেশ ৷

আরও পড়ুন : যুবকের পেটে 56 ব্লেডের টুকরো, এক্স-রে দেখে হতবাক চিকিৎসকরা

বিদিশা (মধ্যপ্রদেশ), 15 মার্চ: বাঁচানো গেল না 7 বছরের লোকেশকে ৷ উদ্ধারের পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করলেন ৷ মধ্যপ্রদেশের বিদিশা জেলায় মঙ্গলবার হনুমানের হাত থেকে পালাতে গিয়ে কুয়োয় পড়ে যায় শিশুটি (7-year-old boy falls into 60-ft borewell) । 24 ঘণ্টা ধরে এনডিআরএফ ও মধ্যপ্রদেশ প্রশাসন উদ্ধার কাজ চালায় ৷ এরপর বুধবার শিশুটিকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ তবে সব আশা ব্যর্থ ৷ শিশুটিকে মারা গিয়েছে বলে উদ্ধারের পর জানান চিকিৎসকরা ৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, লোকেশের মৃত্যুতে তিনি শোকাহত । তিনি বলেন, "আমাদের অক্লান্ত চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি । আমি তার আত্মার শান্তি কামনা করছি ঈশ্বরের কাছে ৷ তার পরিবারকে ঈশ্বর এই আঘাত সহ্য করার ক্ষমতা দিক সেই প্রার্থনা করি ।" শিবরাজ সিং চৌহান জানান, সরকার এই দুঃসময়ে শোকস্তব্ধ পরিবারের পাশে থাকবে । শিশুর পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন তিনি । মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ করা যায় । শিশুটিকে উদ্ধারের জন্য সর্বোত্তম চেষ্টার জন্য মুখ্যমন্ত্রী এনডিআরএফ এবং এসডিআরএফ দল এবং স্থানীয় প্রশাসনের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ৷

মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ৷ একটি সাত বছরের শিশু পড়ে গিয়েছিল 60 ফুট গভীর কুয়োয় ৷ এর পরে বুধবার পর্যন্ত 24 ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে তাকে তোলা হয় ৷ শিশুটি কুয়োর 43 ফুট গভীরতায় আটকে ছিল ৷ ছেলেটিকে বের করতে আর্থমুভারের সাহায্যে 35 ফুট সমান্তরাল গর্ত খনন করা হয় । কুয়োয় পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই জেলা প্রশাসন, পুলিশ এবং কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলার দল নিয়ে একটি যৌথ অভিযান শুরু করে ৷

জেলা কালেক্টর উমাশংকর ভার্গব (District Collector Umashankar Bhargava) এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) হর্ষাল চৌধুরি (Harshal Chaudhary) ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ পরিস্থিতি ও উদ্ধার কাজের বিষয়ে পর্যালোচনা করেন তাঁরা । ঘটনার বিবরণ দিয়ে উমাশংকর জানান, মঙ্গলবার সকাল 11টার দিকে সাত বছরের ছেলে লোকেশ গর্তে পড়ে যায় । লোকেশ মাঠে খেলছিল ৷ এমন সময় হঠাৎ হনুমানের দল এসে হাজির । তাদের দেখে লোকেশ তার ভাইবোনদের সঙ্গে দৌড়াতে শুরু করে । দৌড়ানোর সময় লোকেশ দুই ফুট চওড়া এবং 60 ফুট গভীর কুয়োয় পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসন ।

উমাশংকর আরও জানান, পাইপের সাহায্যে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে । শিশুটিকে উদ্ধারের জন্য সমান্তরাল গর্ত খনন করা হয়েছে । উদ্ধারকারীরা শিশুটির ওপর নজর রাখছে এবং ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি দেখা হচ্ছে ৷ উদ্ধারকাজের জন্য অন্তত পাঁচটি জেসিবি মেশিন ঘটনাস্থলে পৌঁছেছে । শিশুটিকে উদ্ধারকারীরা অনুপ্রাণিত করছে ৷ তার সঙ্গে কথা বলছে ৷ জেলা কালেক্টর বলেন, "আমরা শিশুটির কাছে পৌঁছনোর জন্য একটি 49 ফুট সমান্তরাল গর্ত খনন করছি এবং আমরা ইতিমধ্যে 34 ফুট খনন করতে পেরেছি । আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিশুটিকে বের করার চেষ্টা করছি ৷ আশা করছি শিগগিরই শিশুটিকে উদ্ধার করা হবে ।" তবে শেষ রক্ষা করা গেল না ৷ মারা গিয়েছে লোকেশ ৷

আরও পড়ুন : যুবকের পেটে 56 ব্লেডের টুকরো, এক্স-রে দেখে হতবাক চিকিৎসকরা

Last Updated : Mar 15, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.