লাতেহার, 18 সেপ্টেম্বর: করম ডালি নিরঞ্জন দিতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা ৷ পুকুরে জলে ডুবে মৃত্যু হল সাত কিশোরীর ৷ মৃতদের মধ্যে রয়েছে তিন বোন ৷ যাদের বয়স 12 থেকে 18 বছরের মধ্যে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় ৷ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
ঝাড়খণ্ডে ধুমধাম করে হয় করম পুজো ৷ ফলে করম ডালি নিরঞ্জনে হাজির হয়েছিলেন গ্রামের মেয়েরা ৷ কিন্তু আনন্দ বদলে যায় বিষাদে ৷ নিরঞ্জন দিতে গিয়ে পুকুরে তলিয়ে যান সাত কিশোরী ৷ মর্মান্তিত এই ঘটনাটি ঘটেছে লাতেহার জেলায় বুকরু গ্রামে ৷ এমনই জানিয়েছেন ঝাড়খণ্ডের ডেপুটি কমিশনার অফ পুলিশ আবু ইমরান ৷
জেলার ডেপুটি ডেভলপমেন্ট কমিশনার শেখর ভার্মাকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ এই ঘটনার দুঃখপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "সাত কিশোরীর মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত ৷ ভগবানের কাছে ওদের আত্মার শান্তি কামনা করি ৷ পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"
আরও পড়ুন: বিশ্বকর্মার পাশাপাশি বাহন হাতিও পূজিত হল বেঙ্গল সাফারি পার্কে
পালামু রেঞ্জের কমিশনার জটাশঙ্কর চৌধুরী জানান, করম ডালি নিরঞ্জন দিতে গিয়েছিল 10 কিশোরী ৷ এদের মধ্যে দু'জন জলে তলিয়ে যায় ৷ ওদের বাঁচাতে অন্যরাও জলে ঝাঁপ দেয় ৷ কিন্তু পুকুরের গভীরতা বেশি থাকায় জলে ডুবে যায়৷ এই ঘটনার সাত জনের মারা গিয়েছে বাকি তিন জনে চিকিৎসা চলছে ৷