ETV Bharat / sports

ব্যর্থ টপ অর্ডার ! পান্ডিয়ার ব্যাটে ভদ্রস্থ স্কোর ভারতের - IND VS SA

ভেঙে পড়ল ‘মেন ইন ব্লু’র ব্যাটিং লাইন-আপ ৷ হার্দিক পান্ডিয়ার অপরাজিত 39 রানের সৌজন্যে প্রোটিয়াদের 125 রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া ৷

India vs South Africa
ভেঙে পড়ল ‘মেন ইন ব্লু’র ব্যাটিং লাইন-আপ (বিসিসিআই এক্স)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 9:16 PM IST

পোর্ট এলিজাবেথ, 10 নভেম্বর: প্রথম ম্যাচে প্রোটিয়াদের হেলায় হারিয়েছিল ‘সূর্যকমার অ্যান্ড কোং’ ৷ দ্বিতীয় ম্যাচেই খেই হারাল টিম ইন্ডিয়া ৷ প্রথম ম্যাচে শতরান করেছিলেন সঞ্জু স্যামসন ৷ তিনি ছাড়া 20 রানের গণ্ডি টপকেছিলেন মাত্র দু’জন ব্যাটার ৷ এদিন দক্ষিণী তারকা শূন্য রানে ফিরতেই ভেঙে পড়ল ‘মেন ইন ব্লু’র ব্যাটিং লাইন-আপ ৷ নির্ধারিত 20 ওভারে 124 রানে থামল ভারত ৷

ভারতের প্রথম তিন ব্যাটারের এদিনের মিলিত অবদান 8 রান ৷ অভিষেক শর্মা এদিনও ব্যর্থ ৷ আইপিএল তারকার ব্যাটে এল মাত্র 4 রান ৷ ব্যর্থ অধিনায়কও ৷ সূর্যকুমার যাদবও ফিরলেন ব্যক্তিগত 4 রানে ৷ সেখান থেকে ম্যাচটা ধরার চেষ্টা করেছিলেন তিলক বর্মা (20 বলে 20) ও অক্ষর প্যাটেল (21 বলে 27) ৷

তাঁরা ফেরার পর হার্দিক পান্ডিয়ার অপরাজিত 39 রানে ভদ্রস্থ জায়গায় পৌঁছল ভারত ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 124 রান ৷ লক্ষ্যমাত্রা ছুঁতে পারলেই 4 ম্যাচের সিরিজে সমতায় ফিরবে বিশ্বকাপের রানার-আপরা ৷ ডারবানে টানা দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্য়াচে শতরান হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ড গড়েছিলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ সঞ্জুকে এদিন শুরুতেই তুলে নেন মার্কো জানসেন ৷ ব্যর্থ বাকিরাও ৷ মাত্র 9 রান করেই ক্রিজ ছাড়েন রিঙ্কু সিং ৷ রোহিত শর্মা-বিরাট কোহলি উত্তর টি-20 যুগে টিম ইন্ডিয়ার ব্যাটন বইতে গিয়ে ভরসা যোগাতে ব্যর্থ আইপিএল তারকারা ৷ ব্যাটারদের অফ-ফর্মে কপালের ভাঁজ আরও চওড়া হবে কোচ ভিভিএস লক্ষ্মণের ৷

আরও পড়ুন

পোর্ট এলিজাবেথ, 10 নভেম্বর: প্রথম ম্যাচে প্রোটিয়াদের হেলায় হারিয়েছিল ‘সূর্যকমার অ্যান্ড কোং’ ৷ দ্বিতীয় ম্যাচেই খেই হারাল টিম ইন্ডিয়া ৷ প্রথম ম্যাচে শতরান করেছিলেন সঞ্জু স্যামসন ৷ তিনি ছাড়া 20 রানের গণ্ডি টপকেছিলেন মাত্র দু’জন ব্যাটার ৷ এদিন দক্ষিণী তারকা শূন্য রানে ফিরতেই ভেঙে পড়ল ‘মেন ইন ব্লু’র ব্যাটিং লাইন-আপ ৷ নির্ধারিত 20 ওভারে 124 রানে থামল ভারত ৷

ভারতের প্রথম তিন ব্যাটারের এদিনের মিলিত অবদান 8 রান ৷ অভিষেক শর্মা এদিনও ব্যর্থ ৷ আইপিএল তারকার ব্যাটে এল মাত্র 4 রান ৷ ব্যর্থ অধিনায়কও ৷ সূর্যকুমার যাদবও ফিরলেন ব্যক্তিগত 4 রানে ৷ সেখান থেকে ম্যাচটা ধরার চেষ্টা করেছিলেন তিলক বর্মা (20 বলে 20) ও অক্ষর প্যাটেল (21 বলে 27) ৷

তাঁরা ফেরার পর হার্দিক পান্ডিয়ার অপরাজিত 39 রানে ভদ্রস্থ জায়গায় পৌঁছল ভারত ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 124 রান ৷ লক্ষ্যমাত্রা ছুঁতে পারলেই 4 ম্যাচের সিরিজে সমতায় ফিরবে বিশ্বকাপের রানার-আপরা ৷ ডারবানে টানা দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্য়াচে শতরান হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ড গড়েছিলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ সঞ্জুকে এদিন শুরুতেই তুলে নেন মার্কো জানসেন ৷ ব্যর্থ বাকিরাও ৷ মাত্র 9 রান করেই ক্রিজ ছাড়েন রিঙ্কু সিং ৷ রোহিত শর্মা-বিরাট কোহলি উত্তর টি-20 যুগে টিম ইন্ডিয়ার ব্যাটন বইতে গিয়ে ভরসা যোগাতে ব্যর্থ আইপিএল তারকারা ৷ ব্যাটারদের অফ-ফর্মে কপালের ভাঁজ আরও চওড়া হবে কোচ ভিভিএস লক্ষ্মণের ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.