নয়াদিল্লি, 8 মে: মার্কিন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ অভিযোগ, গত তিন বছর ধরে অভিযুক্ত যুবক ওই মার্কিন মহিলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছিলেন ৷ 62 বছরের ওই মার্কিন মহিলা সম্প্রতি দিল্লির শাহদারা জেলার বিবেক বিহার থানায় অভিযোগ দায়ের করেন ৷ দিল্লি পুলিশ ধর্ষণের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম গগনদীপ ৷ তাঁর বয়স 32 ৷ তিনি পেশায় গাইড ৷ মূলত পর্যটকদের দিল্লি ঘুরিয়ে দেখানো তাঁর কাজ ৷ তাঁকে পুলিশ উত্তরপ্রদেশের আগ্রা থেকে গ্রেফতার করেছে ৷ তদন্ত চলছে ৷ এখনই এই নিয়ে আর কিছু বলতে নারাজ পুলিশ ৷
দিল্লি পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা তিন বছর আগে প্রথমবার ভারতে আসেন ৷ সেই সময় তাঁর পরিচয় হয় গগনদীপের সঙ্গে ৷ দিল্লিতে ঘোরার সময় দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা হয় ৷ এর পর উত্তরপ্রদেশের আগ্রার একটি হোটেলে দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও হয় ৷
এর পর ওই মার্কিন মহিলা বেশ কয়েকবার ভারতে এসেছেন ৷ গগনদীপের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছেন ৷ দু’জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে ৷ মহিলার অভিযোগ, গগনদীপ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ সেই কারণেই তিনি গগনদীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ৷ এখন গগনদীপ তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন ৷ সেই কারণে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷
পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিচার করে সঙ্গে সঙ্গে ওই মার্কিন মহিলার অভিযোগ নথিভুক্ত করা হয় ৷ শুরু হয় তদন্ত ৷ আগ্রা জেলা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত গগনদীপকে । পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ও পুলিশের শীর্ষ আধিকারিকরাও পুরো বিষয়টি নজরে রাখছেন । পাশাপাশি মার্কিন দূতাবাসকেও এই ঘটনার তথ্য দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: ভাড়া নিয়ে বিবাদে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় যাত্রীর মৃত্যু