ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের পিলভিটে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ - উত্তরপ্রদেশ

ঘটনাস্থানের কাছ থেকে এক যুবককে আটক করে পুলিশ । সেখানে তার জুতো পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে ।

৬ year old girl allegedly raped and murdered in Pilbhit
উত্তরপ্রদেশের পিলভিটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
author img

By

Published : Nov 9, 2020, 9:02 AM IST

পিলভিট, 9 নভেম্বর : উত্তরপ্রদেশে ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ । এবার ঘটনাস্থান পিলভিট । ছ'বছরের ওই নাবালিকার দেহ আখের ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ ।

ওই নাবালিকা মাধো টান্ডা থানা এলাকার বাসিন্দা । 6 নভেম্বর এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যায় সে । তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি । নাবালিকার পরিবারের তরফে নিখোঁজের ডায়েরি করা হয় । 7 নভেম্বর সকালে এলাকার একটি আখের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ যাদব বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে নাবালিকাকে ধর্ষণের পর খুনের প্রমাণ মিলেছে । মৃতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে ।" সন্দেহভাজন একজনকে হেপাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে । ঘটনাস্থান থেকে তার জুতো উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী হেমরাজ ভার্মা মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন । তিনি বলেন, "নাবালিকার মা তাঁর মেয়ের শেষকৃত্য পালন করতে অস্বীকার করেছেন । বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা তাঁদের মেয়ের শেষকৃত্য করতে চান না । এদিকে পুলিশ জোর করে শেষকৃত্য করতে চেয়েছে । রাজ্যে জঙ্গলরাজ চলছে ।"

পিলভিট, 9 নভেম্বর : উত্তরপ্রদেশে ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ । এবার ঘটনাস্থান পিলভিট । ছ'বছরের ওই নাবালিকার দেহ আখের ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ ।

ওই নাবালিকা মাধো টান্ডা থানা এলাকার বাসিন্দা । 6 নভেম্বর এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যায় সে । তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি । নাবালিকার পরিবারের তরফে নিখোঁজের ডায়েরি করা হয় । 7 নভেম্বর সকালে এলাকার একটি আখের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ যাদব বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে নাবালিকাকে ধর্ষণের পর খুনের প্রমাণ মিলেছে । মৃতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে ।" সন্দেহভাজন একজনকে হেপাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে । ঘটনাস্থান থেকে তার জুতো উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী হেমরাজ ভার্মা মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন । তিনি বলেন, "নাবালিকার মা তাঁর মেয়ের শেষকৃত্য পালন করতে অস্বীকার করেছেন । বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা তাঁদের মেয়ের শেষকৃত্য করতে চান না । এদিকে পুলিশ জোর করে শেষকৃত্য করতে চেয়েছে । রাজ্যে জঙ্গলরাজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.