ETV Bharat / bharat

ইন্দোরে সড়ক দুর্ঘটনা, মৃত 6 পড়ুয়া - indore

মধ্যপ্রদেশের ইন্দোরের লসুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু 6 পড়ুয়ার ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে ৷ গাড়ির মধ্যে ছিলেন পড়ুয়ারা ৷

road accident in indore
ইন্দোরে সড়ক দুর্ঘটনা
author img

By

Published : Feb 23, 2021, 8:51 AM IST

Updated : Feb 23, 2021, 11:31 AM IST

ইন্দোর, 23 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের ইন্দোরে সড়ক দুর্ঘটনা ৷ মৃত 6 পড়ুয়া ৷ পরে পুলিশ এবং স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা মারে ৷ ওই গাড়িতেই ছিলেন পড়ুয়ারা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের ৷

আরও পড়ুন : ভারুচে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, জখম 23

কীভাবে ঘটল মর্মান্তিক এই ঘটনা ?

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি মধ্যপ্রদেশের লসুড়িয়া থানার তলাবলি চন্দা এলাকার ৷ দেবাস থেকে ইন্দোরের দিকে দ্রুতগতিতে আসছিল ওই গাড়িটি ৷ এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে ৷ গাড়ির মধ্যে থাকা ছয় ছাত্রের ঘটনাস্থানেই মৃত্যু হয় ৷ জানা গিয়েছে ওই ছাত্ররা একটি ধাবা থেকে খাবার খেয়ে বাড়ির পথে ফিরছিলেন ৷ মৃত ছাত্রদের মধ্যে সোনু জাঠ নামে এক ছাত্র রাশিয়ায় ডাক্তারি পড়ছিলেন ৷

ইন্দোর, 23 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের ইন্দোরে সড়ক দুর্ঘটনা ৷ মৃত 6 পড়ুয়া ৷ পরে পুলিশ এবং স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা মারে ৷ ওই গাড়িতেই ছিলেন পড়ুয়ারা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের ৷

আরও পড়ুন : ভারুচে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, জখম 23

কীভাবে ঘটল মর্মান্তিক এই ঘটনা ?

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি মধ্যপ্রদেশের লসুড়িয়া থানার তলাবলি চন্দা এলাকার ৷ দেবাস থেকে ইন্দোরের দিকে দ্রুতগতিতে আসছিল ওই গাড়িটি ৷ এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে ৷ গাড়ির মধ্যে থাকা ছয় ছাত্রের ঘটনাস্থানেই মৃত্যু হয় ৷ জানা গিয়েছে ওই ছাত্ররা একটি ধাবা থেকে খাবার খেয়ে বাড়ির পথে ফিরছিলেন ৷ মৃত ছাত্রদের মধ্যে সোনু জাঠ নামে এক ছাত্র রাশিয়ায় ডাক্তারি পড়ছিলেন ৷

Last Updated : Feb 23, 2021, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.