নয়াদিল্লি, 21 মে: করোনাভাইরাসের পাশাপাশি এখন আতঙ্কের আর এক নাম ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস ৷ দেশজুড়ে বুধবার পর্যন্ত 5,500 জনেরও বেশি মানুষ এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে মৃত্যু হয়েছে 126 জনের ৷ কোভিডের মতোই এ ক্ষেত্রেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র ৷
ব্ল্যাক ফাংগাসে মৃত 126 জনের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন 90 জন ৷ তবে শুধু মহারাষ্ট্রই নয়, অন্যান্য রাজ্যেও ক্রমে ছড়িয়ে পড়ছে এই রোগ ৷ মূলত কোভিড রোগীদের মধ্যে ছড়িয়ে পড়া এই রোগের চিকিত্সায় যে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ লাইপোসোমাল অ্যামফোটেরিসিন বি-র প্রয়োজন, তারও প্রবল ঘাটতি রয়েছে বিভিন্ন রাজ্য়ে ৷
আরও পড়ুন: ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা করুন, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
ব্ল্যাক ফাংগাসে ক্ষতিগ্রস্তদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা ৷ সেখানে মিউকরমাইকোসিসে মৃত্যু হয়েছে 14 জনের ৷ উত্তরপ্রদেশে মারা গিয়েছেন 8 জন, তাঁরা সবাই লখনউয়ের ৷ ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে ঝাড়খণ্ডে চারজন, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে দু জন করে এবং অসম, ওডিশা ও গোয়ায় এক জন করে রোগীর মৃত্যু হয়েছে ৷
রাজস্থানের পর গুজরাত ও উত্তরপ্রদেশও এই রোগকে মহামারি হিসেবে ঘোষণা করেছে ৷ মহামারি রোগ আইনের আওতায় এই রোগকে 'নোটিফায়েবল ডিজ়িজ' হিসেবে আখ্যা দিয়েছে পঞ্জাব, হরিয়ানা, কর্নাটক, তামিলনাড়ু ও তেলাঙ্গানা ৷ কেন্দ্রীয় সরকার সব রাজ্যকেই ব্ল্যাক ফাংগাসকে মহামারি হিসেবে ঘোষণা করার পরামর্শ দিয়েছে ৷