ETV Bharat / bharat

Omicron in West Bengal : রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 5 - রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ

রাজ্যে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হলেন আরও পাঁচজন (5 new Omicron cases in West Bengal) ৷ মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 11 ।

Omicron in West Bengal
রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ
author img

By

Published : Dec 29, 2021, 2:54 PM IST

Updated : Dec 29, 2021, 3:24 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : রাজ্যে আরও বাড়ল ওমিক্রন সংক্রমণ । নতুন করে আক্রান্ত হলেন পাঁচজন (5 new Omicron cases in West Bengal) ৷ ফলে রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 11 ।

এই পাঁচজনের মধ্যে মাত্র একজনেরই সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের ৷ বাকি চারজনের মধ্যে দুজন কলকাতার, একজন দমদমের এবং একজন হাওড়ার বাসিন্দা । রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, বিদেশ ভ্রমণ না করেই কীভাবে এই চারজন ওমিক্রন আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ একইসঙ্গে আক্রান্ত ব্যক্তিরা গত কয়েকদিনের মধ্যে কাদের সংস্পর্শে এসেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 11 । যার মধ্যে ছ'জনের সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে ৷ বাকি পাঁচজন সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণ করেননি । তাঁদের একজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক ।

আরও পড়ুন : প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, জানালেন মমতা

আজ গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Omicron in West Bengal) । বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি ৷ সংক্রমণ বেশি মাত্রায় বাড়লে প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে ৷"

কলকাতা, 29 ডিসেম্বর : রাজ্যে আরও বাড়ল ওমিক্রন সংক্রমণ । নতুন করে আক্রান্ত হলেন পাঁচজন (5 new Omicron cases in West Bengal) ৷ ফলে রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 11 ।

এই পাঁচজনের মধ্যে মাত্র একজনেরই সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের ৷ বাকি চারজনের মধ্যে দুজন কলকাতার, একজন দমদমের এবং একজন হাওড়ার বাসিন্দা । রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, বিদেশ ভ্রমণ না করেই কীভাবে এই চারজন ওমিক্রন আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ একইসঙ্গে আক্রান্ত ব্যক্তিরা গত কয়েকদিনের মধ্যে কাদের সংস্পর্শে এসেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 11 । যার মধ্যে ছ'জনের সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে ৷ বাকি পাঁচজন সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণ করেননি । তাঁদের একজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক ।

আরও পড়ুন : প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, জানালেন মমতা

আজ গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Omicron in West Bengal) । বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি ৷ সংক্রমণ বেশি মাত্রায় বাড়লে প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে ৷"

Last Updated : Dec 29, 2021, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.