ETV Bharat / bharat

মধ্যপ্রদেশের পাচেতি ড্যামে তলিয়ে মৃত 5 - মৃতদেহগুলি উদ্ধার করে SDRF

আগর মালোয়া জেলার পাচেতি বাঁধে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে । তাঁদের শেষকৃত্য সম্পাদনের জন্য পাঁচ হাজার টাকা ও মৃতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার ।

5 drown in Madhya Pradesh
5 drown in Madhya Pradesh
author img

By

Published : Dec 3, 2020, 1:44 PM IST

আগর মালোয়া (মধ্যপ্রদেশ), 3 ডিসেম্বর : পাচেতি ড্যামে তলিয়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হল । মধ্যপ্রদেশের আগর মালোয়া জেলার পাচেতি ড্যামে গতকাল তলিয়ে যায় তারা । মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে ।

মৃতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটে শোকপ্রকাশ করে লেখেন, "মধ্যপ্রদেশের আগর মালোয়া জেলার পাচেতি বাঁধে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে । তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য 5 হাজার টাকা ও মৃতদের পরিবারকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।"

  • आगर ज़िले के पचेटी डैम में डूबने से हुई पाँच नागरिकों की मृत्यु का दुःखद समाचार मिला। ईश्वर उनकी आत्माओं को शांति दें और परिजनों को यह दुःख सहने की शक्ति दें। मैंने मृतकों के परिजनों को 4 लाख रुपये की आर्थिक सहायता तथा 5 हज़ार रुपये की अंत्येष्टि सहायता देने के निर्देश दिए हैं।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেলাশাসক আওয়াধেশ শর্মা বলেন, দুর্ঘটনায় দুই মহিলা ও তিন শিশুর মৃত্যু হয়েছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধারকাজ চালিয়েছে ।

আগর মালোয়া (মধ্যপ্রদেশ), 3 ডিসেম্বর : পাচেতি ড্যামে তলিয়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হল । মধ্যপ্রদেশের আগর মালোয়া জেলার পাচেতি ড্যামে গতকাল তলিয়ে যায় তারা । মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে ।

মৃতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটে শোকপ্রকাশ করে লেখেন, "মধ্যপ্রদেশের আগর মালোয়া জেলার পাচেতি বাঁধে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে । তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য 5 হাজার টাকা ও মৃতদের পরিবারকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।"

  • आगर ज़िले के पचेटी डैम में डूबने से हुई पाँच नागरिकों की मृत्यु का दुःखद समाचार मिला। ईश्वर उनकी आत्माओं को शांति दें और परिजनों को यह दुःख सहने की शक्ति दें। मैंने मृतकों के परिजनों को 4 लाख रुपये की आर्थिक सहायता तथा 5 हज़ार रुपये की अंत्येष्टि सहायता देने के निर्देश दिए हैं।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেলাশাসক আওয়াধেশ শর্মা বলেন, দুর্ঘটনায় দুই মহিলা ও তিন শিশুর মৃত্যু হয়েছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধারকাজ চালিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.