ETV Bharat / bharat

রাজস্থানে কন্টেনারে আটকে মৃত 5 শিশু - child death

খেলার সময় কন্টেনারে ঝাঁপ মারার পর আর বেরোতে পারেনি। কন্টেনারে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু পাঁচ শিশুর।

rajasthan
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 22, 2021, 11:33 AM IST

Updated : Mar 22, 2021, 11:41 AM IST

বিকানের, 22 মার্চ : খেলতে খেলতে কন্টেনারে ঝাঁপ। দুর্ঘটনায় মৃত্যু পাঁচ শিশুর। রাজস্থানের বিকানেরের ঘটনা ৷ মৃতদের নাম- শিবরাম(4), রবিনা(7), রাধা (5), পুণম (8) এবং মালি ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে বিকানেরের হিম্মতসার গ্রামে খেলছিল ওই পাঁচ শিশু ৷ সেখানে একটি ফাঁকা কন্টেনার রাখা ছিল ৷ খেলতে খেলতে তাতে ঝাঁপ দেয় তারা ৷ তারপরেই বন্ধ হয়ে যায় কন্টেনারটির দরজা ৷ তাই আর উঠে আসতে পারেনি ৷ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাদের।

আরও পড়ুন- নাকা চেকিংয়ে দশ লক্ষ টাকা উদ্ধার

সেখানকার সিনিয়র পুলিশ অফিসার প্রীতি চন্দ্র জানিয়েছেন, সন্ধে হয়ে গেলেও বাড়ি ফিরছিল না দেখে খুঁজতে বের হয় ওই শিশুদের মা ৷ কন্টেনারের কাছে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সকলের খোঁজ পাওয়া যায় ৷ তাঁরা প্রতিবেশীদের খবর দেন ৷ স্থানীয়রা এসে ওই শিশুদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ কিন্তু সেখানকার চিকিৎসকরা সকলকে মৃত ঘোষণা করেন ৷

বিকানের, 22 মার্চ : খেলতে খেলতে কন্টেনারে ঝাঁপ। দুর্ঘটনায় মৃত্যু পাঁচ শিশুর। রাজস্থানের বিকানেরের ঘটনা ৷ মৃতদের নাম- শিবরাম(4), রবিনা(7), রাধা (5), পুণম (8) এবং মালি ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে বিকানেরের হিম্মতসার গ্রামে খেলছিল ওই পাঁচ শিশু ৷ সেখানে একটি ফাঁকা কন্টেনার রাখা ছিল ৷ খেলতে খেলতে তাতে ঝাঁপ দেয় তারা ৷ তারপরেই বন্ধ হয়ে যায় কন্টেনারটির দরজা ৷ তাই আর উঠে আসতে পারেনি ৷ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাদের।

আরও পড়ুন- নাকা চেকিংয়ে দশ লক্ষ টাকা উদ্ধার

সেখানকার সিনিয়র পুলিশ অফিসার প্রীতি চন্দ্র জানিয়েছেন, সন্ধে হয়ে গেলেও বাড়ি ফিরছিল না দেখে খুঁজতে বের হয় ওই শিশুদের মা ৷ কন্টেনারের কাছে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সকলের খোঁজ পাওয়া যায় ৷ তাঁরা প্রতিবেশীদের খবর দেন ৷ স্থানীয়রা এসে ওই শিশুদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ কিন্তু সেখানকার চিকিৎসকরা সকলকে মৃত ঘোষণা করেন ৷

Last Updated : Mar 22, 2021, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.