ETV Bharat / bharat

Uttar Pradesh: উত্তরপ্রদেশে স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ 49 পড়ুয়া - আয়রন ট্যাবলেট

স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে উত্তরপ্রদেশে 49 জন পড়ুয়া অসুস্থ (49 Children Fall Ill after taking Iron Pills at School in Uttar Pradesh) ৷ হাসপাতালে ভর্তি 30 জন ৷ তাদের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসা করছেন ৷ স্বাস্থ্য দফতরের তরফে স্কুলের খাবার ও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ ঠিক কী কারণে অসুস্থতা, তা জানতে সংগৃহীত নমুনার রিপোর্টের অপেক্ষায় প্রশাসন ৷

49-children-fall-ill-after-taking-iron-pills-at-school-in-uttar-pradesh
Uttar Pradesh: উত্তরপ্রদেশে স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ 49 পড়ুয়া
author img

By

Published : Jul 16, 2022, 1:40 PM IST

প্রতাপগড় (উত্তরপ্রদেশ), 16 জুলাই : স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট (Iron Tablet) খেয়ে অসুস্থ পড়ুয়ারা ৷ এমনই অভিযোগ উঠেছে যোগী-রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৷ এখনও পর্যন্ত 49 জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে খবর (49 Children Fall Ill after taking Iron Pills) ৷ তাদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে ৷ বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) প্রশাসনকে ৷

উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার সুহাগপুরা এলাকায় রয়েছে শক্তহাল গ্রাম ৷ সেখানেই এই ঘটনাটি ঘটেছে বলে খবর ৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন গ্রামের প্রধান ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তাঁরাও ধন্দে রয়েছেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

প্রশাসনের তরফে জানা গিয়েছে, তিনদিন আগে ওই শিশুরা ওষুধ খেয়েছিল ৷ তার পর থেকেই তারা অসুস্থ বোধ করতে থাকে ৷ কয়েকজনের জ্বরও আসে ৷ শুক্রবার সকালে স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

প্রতাপগড় জেলা হাসপাতালের শিশুরোগের চিকিৎসক ড. ধীরজ সেন বলেন, ‘‘আমার তত্ত্বাবধানে ওই শিশুদের চিকিৎসা চলছে ৷ শিশুরোগ বিভাগে তাদের চিকিৎসা চলছে ৷ তাদের বমি হয়েছে ৷ অস্থিরতার লক্ষণও রয়েছে শরীরে ৷’’ ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ড. জগদীপ খারাদি বলেন, ‘‘খাবার ও জলের নমুনা স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে ৷ যেহেতু বর্ষাকাল চলছে, তাই জলবাহিত রোগের সম্ভাবনাই বেশি ৷ সংগৃহীত নমুনার রিপোর্ট এলেই বোঝা যাবে কীভাবে ওই শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল ৷’’

আরও পড়ুন : Shajapur Tornado: মধ্যপ্রদেশের শাজাপুরে ধেয়ে এল ভয়ংকর টর্নেডো, দেখুন ভিডিয়ো

প্রতাপগড় (উত্তরপ্রদেশ), 16 জুলাই : স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট (Iron Tablet) খেয়ে অসুস্থ পড়ুয়ারা ৷ এমনই অভিযোগ উঠেছে যোগী-রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৷ এখনও পর্যন্ত 49 জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে খবর (49 Children Fall Ill after taking Iron Pills) ৷ তাদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে ৷ বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) প্রশাসনকে ৷

উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার সুহাগপুরা এলাকায় রয়েছে শক্তহাল গ্রাম ৷ সেখানেই এই ঘটনাটি ঘটেছে বলে খবর ৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন গ্রামের প্রধান ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তাঁরাও ধন্দে রয়েছেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

প্রশাসনের তরফে জানা গিয়েছে, তিনদিন আগে ওই শিশুরা ওষুধ খেয়েছিল ৷ তার পর থেকেই তারা অসুস্থ বোধ করতে থাকে ৷ কয়েকজনের জ্বরও আসে ৷ শুক্রবার সকালে স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

প্রতাপগড় জেলা হাসপাতালের শিশুরোগের চিকিৎসক ড. ধীরজ সেন বলেন, ‘‘আমার তত্ত্বাবধানে ওই শিশুদের চিকিৎসা চলছে ৷ শিশুরোগ বিভাগে তাদের চিকিৎসা চলছে ৷ তাদের বমি হয়েছে ৷ অস্থিরতার লক্ষণও রয়েছে শরীরে ৷’’ ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ড. জগদীপ খারাদি বলেন, ‘‘খাবার ও জলের নমুনা স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে ৷ যেহেতু বর্ষাকাল চলছে, তাই জলবাহিত রোগের সম্ভাবনাই বেশি ৷ সংগৃহীত নমুনার রিপোর্ট এলেই বোঝা যাবে কীভাবে ওই শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল ৷’’

আরও পড়ুন : Shajapur Tornado: মধ্যপ্রদেশের শাজাপুরে ধেয়ে এল ভয়ংকর টর্নেডো, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.