নয়াদিল্লি, 19 মার্চ : 2017 সালে উত্তর প্রদেশের মসনদে বসেছেন যোগী আদিত্যনাথ ৷ কিন্তু তাঁর সরকার ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি ৷ এমনটাই মনে করছে উত্তর প্রদেশের প্রায় অর্ধেক মানুষ ৷
উত্তর প্রদেশে যোগী সরকারের বয়স 4 বছর ৷ আর এক বছর পরই ভোটের ময়দানে নামতে যোগী আদিত্যনাথকে ৷ স্বাভাবিক ভাবেই তিনি লড়াই করবেন নিজের সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ৷ তাই তার আগে তাঁর রাজ্যের মানুষের এই মত তাঁকে অবশ্যই চিন্তায় রাখবে ৷
সম্প্রতি উত্তর প্রদেশে একটি সমীক্ষা করা হয় ৷ সেই সমীক্ষায় ওই রাজ্যের 15 হাজার 700 জনের মতামত নেওয়া হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে যে ওই রাজ্যের 45.7 শতাংশ মানুষ মনে করছেন যে ভোটের আগে বিজেপির তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতে পারেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
উত্তর প্রদেশ বিধানসভায় 403টি আসন রয়েছে ৷ এর মধ্যে 312টি আসনে জিতে 2017 সালে ক্ষমতায় এসেছিল বিজেপি ৷ ফলে উত্তর প্রদেশের অধিকাংশ মানুষই বিজেপির উপর আস্থা রেখেছিলেন ৷ তাই এই সমীক্ষার তাৎপর্যপূর্ণ বলা যেতেই পারে ৷
যদিও 43.2 শতাংশ মানুষ আবার মনে করছেন যে বিজেপি ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন ৷ আর 11.1 শতাংশ মানুষ কোনও মন্তব্য করতে চাননি ৷
আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন ‘রাম’
এই সমীক্ষা দেখে স্বাভাবিক ভাবেই উত্তর প্রদেশ বিরোধীরা হইচই করছে ৷ তবে বিজেপি এই যুক্তি মানতে নারাজ ৷ কারণ তাদের দাবি, সমীক্ষা করা হয়েছে মাত্র সাড়ে 15 হাজার মানুষের মধ্যে ৷ তাই এর সঙ্গে পুরো উত্তর প্রদেশের মানুষকে জুড়ে ফেলা উচিত নয় ৷