ETV Bharat / bharat

Corona in India : আজও 42 হাজারের ঘরে দৈনিক সংক্রমণ - কোভিড-19

গতকাল শনিবার আর আজ রবিবার মিলিয়ে প্রায় ছুটির দুটো দিনে কাছাকাছি রইল দেশে নতুন সংক্রমণের সংখ্যা ৷ কেরালায় সংক্রমণের খুব একটা হেরফের হয়নি ৷

ভারতে করোনা সংক্রমণ
ভারতে করোনা সংক্রমণ
author img

By

Published : Sep 5, 2021, 9:53 AM IST

Updated : Sep 5, 2021, 11:00 AM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় একই থাকল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 42,766 ৷ এই নিয়ে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা হল 4,10,048 ৷ সুস্থতার হার এখন 97.42% ৷ গতকাল দেশে 42 হাজার 618 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ তাই নতুন সংক্রমণের সংখ্যায় খুব একটা বদল হয়নি ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 42 হাজার 618 জন ৷

তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 308 জনের মৃত্যু হয়েছে ৷ সবমিলিয়ে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা হল 4 লক্ষ 40 হাজার 533 জন ৷ মৃত্যুর হার এখন 1.34 শতাংশ ৷

আরও পড়ুন : Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের

মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 1 লক্ষ 37 হাজার 707 জন, তার পরে 21 হাজার 422 জনের মৃ্ত্যু হয়েছে কেরালায় ৷ কর্নাটকে 37 হাজার 401 জন, তামিলনাড়ুতে 35 হাজার, দিল্লিতে 25 হাজার 082 জন, উত্তর প্রদেশে 22 হাজার 854, পশ্চিমবঙ্গে 18 হাজার 491 জন ৷ ওনামের পর কেরালায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ গতকালের তুলনায় মৃতের সংখ্যায় খুব একটা পরিবর্তন হয়নি ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 91 জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 21 লক্ষ 38 হাজার 92 জন ৷

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় একই থাকল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 42,766 ৷ এই নিয়ে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা হল 4,10,048 ৷ সুস্থতার হার এখন 97.42% ৷ গতকাল দেশে 42 হাজার 618 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ তাই নতুন সংক্রমণের সংখ্যায় খুব একটা বদল হয়নি ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 42 হাজার 618 জন ৷

তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 308 জনের মৃত্যু হয়েছে ৷ সবমিলিয়ে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা হল 4 লক্ষ 40 হাজার 533 জন ৷ মৃত্যুর হার এখন 1.34 শতাংশ ৷

আরও পড়ুন : Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের

মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 1 লক্ষ 37 হাজার 707 জন, তার পরে 21 হাজার 422 জনের মৃ্ত্যু হয়েছে কেরালায় ৷ কর্নাটকে 37 হাজার 401 জন, তামিলনাড়ুতে 35 হাজার, দিল্লিতে 25 হাজার 082 জন, উত্তর প্রদেশে 22 হাজার 854, পশ্চিমবঙ্গে 18 হাজার 491 জন ৷ ওনামের পর কেরালায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ গতকালের তুলনায় মৃতের সংখ্যায় খুব একটা পরিবর্তন হয়নি ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 91 জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 21 লক্ষ 38 হাজার 92 জন ৷

Last Updated : Sep 5, 2021, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.