ETV Bharat / bharat

Crane Collapsed in Tamil Nadu: তামিলনাড়ুর ‘মেইলেরু উৎসবে’ ক্রেন ভেঙে 4 জনের মৃত্যু, আহত 9 - Crane Collapsed in Tamil Nadu

তামিলনাড়ুর আরাক্কোনামে দ্রৌপদী আম্মান এবং মোনন্দি আম্মান মন্দিরে ক্রেন ভেঙে 4 জনের মৃত্যু (Crane Collapsed in Tamil Nadu) ৷ ওই মেলায় ক্রেন ব্যবহারের অনুমতি ছিল না ৷ পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Crane Collapsed in Tamil Nadu ETV BHARAT
Crane Collapsed in Tamil Nadu
author img

By

Published : Jan 23, 2023, 10:03 PM IST

তামিলনাড়ুর ‘মেইলেরু উৎসবে’ ক্রেন ভেঙে 4 জনের মৃত্যু

রানিপেট (তামিলনাড়ু), 23 জানুয়ারি: তামিলনাড়ুর আরাক্কোনামে কিলভিথি গ্রামে দ্রৌপদী আম্মান এবং মোনন্দি আম্মান মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ৷ ক্রেন ভেঙে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে (Crane Collapses in Temple Fair at Tamil Nadu) ৷ আরও 9 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ রবিবার রাতের মন্দিরের সামনে আয়োজিত মেলা চলাকালীন ক্রেনটি ভিড়ের উপর ভেঙে পড়ে ৷ রানিপেট জেলার জেলাশাসক জানিয়েছেন, মেলায় ক্রেন ব্যবহারের কোনও অনুমতি নেওয়া ছিল না ৷ পুলিশ এই ঘটনায় ক্রেন অপারেটরকে গ্রেফতার করেছে ৷

পোঙ্গলের পর গতকাল অষ্টমদিনের ‘মেইলেরু উৎসব’ পালিত হচ্ছিল ৷ সেই সময় দ্রৌপদী আম্মান এবং মোনন্দি আম্মান মন্দিরের বাইরে ক্রেনটি ভেঙে পড়ে ৷ প্রকাশিত ভিডিয়ো অনুযায়ী, ওই ক্রেনের মাথায় লোহার একটি কাঠামো ঝোলানো ছিল ৷ আর সেই কাঠামো থেকে বিভিন্ন রকমের অবয়ব ঝুলছিল ৷ মূলত আরাক্কোনামের স্থানীয় বাসিন্দাদের বার্ষিক উৎসব এই ‘মেইলেরু উৎসব’ ৷ সেখানে স্থানীয় পূণ্যার্থীরা পুজো দিয়ে থাকেন ৷ এই উৎসবকে ঘিরেই মন্দিরের সামনে বিশাল মেলা বসেছিল ৷

জানা গিয়েছে, স্থানীয়ার মন্দিরের বাইরে উৎসব উপলক্ষ্যে বিশেষ রীতি পালন করছিলেন ৷ রাত সাড়ে 8টা নাগাদ ক্রেনটি ভিড়ের উপর ভেঙে পড়ে ৷ বিষয়টি যাঁদের নজরে এসেছিল, তাঁরা সেখান থেকে পালিয়ে যায় ৷ কিন্তু, বেশ কয়েকজনের গায়ের উপরে ক্রেনটি ভেঙে পড়ে ৷ ঘটনায় ক্রেনে চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 9 জন আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল 3 জনের ৷ তাঁরা হলেন, ভূবালান (40), জ্যোতিবাবু (16) এবং মুথুকুমার (39) ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিন্নাস্বামী নামে বছর 85’র এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় প্রাণ যায় স্বামীর, 17 বছর পর একই পরিণতি কো-পাইলট স্ত্রীর

এই ঘটনায় 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে থিরুভাল্লুর হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ সূর্য (22), গজেন্দ্র (25), হেমন্ত কুমার (16), অরুণকুমার (25), কাথিরাভান (23) এবং অরুণাচালম (45) এই 6 জনের শারীরিক অবস্থা সংকটজনক ৷ এদের সকলকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করানো হচ্ছে ৷ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

তামিলনাড়ুর ‘মেইলেরু উৎসবে’ ক্রেন ভেঙে 4 জনের মৃত্যু

রানিপেট (তামিলনাড়ু), 23 জানুয়ারি: তামিলনাড়ুর আরাক্কোনামে কিলভিথি গ্রামে দ্রৌপদী আম্মান এবং মোনন্দি আম্মান মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ৷ ক্রেন ভেঙে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে (Crane Collapses in Temple Fair at Tamil Nadu) ৷ আরও 9 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ রবিবার রাতের মন্দিরের সামনে আয়োজিত মেলা চলাকালীন ক্রেনটি ভিড়ের উপর ভেঙে পড়ে ৷ রানিপেট জেলার জেলাশাসক জানিয়েছেন, মেলায় ক্রেন ব্যবহারের কোনও অনুমতি নেওয়া ছিল না ৷ পুলিশ এই ঘটনায় ক্রেন অপারেটরকে গ্রেফতার করেছে ৷

পোঙ্গলের পর গতকাল অষ্টমদিনের ‘মেইলেরু উৎসব’ পালিত হচ্ছিল ৷ সেই সময় দ্রৌপদী আম্মান এবং মোনন্দি আম্মান মন্দিরের বাইরে ক্রেনটি ভেঙে পড়ে ৷ প্রকাশিত ভিডিয়ো অনুযায়ী, ওই ক্রেনের মাথায় লোহার একটি কাঠামো ঝোলানো ছিল ৷ আর সেই কাঠামো থেকে বিভিন্ন রকমের অবয়ব ঝুলছিল ৷ মূলত আরাক্কোনামের স্থানীয় বাসিন্দাদের বার্ষিক উৎসব এই ‘মেইলেরু উৎসব’ ৷ সেখানে স্থানীয় পূণ্যার্থীরা পুজো দিয়ে থাকেন ৷ এই উৎসবকে ঘিরেই মন্দিরের সামনে বিশাল মেলা বসেছিল ৷

জানা গিয়েছে, স্থানীয়ার মন্দিরের বাইরে উৎসব উপলক্ষ্যে বিশেষ রীতি পালন করছিলেন ৷ রাত সাড়ে 8টা নাগাদ ক্রেনটি ভিড়ের উপর ভেঙে পড়ে ৷ বিষয়টি যাঁদের নজরে এসেছিল, তাঁরা সেখান থেকে পালিয়ে যায় ৷ কিন্তু, বেশ কয়েকজনের গায়ের উপরে ক্রেনটি ভেঙে পড়ে ৷ ঘটনায় ক্রেনে চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 9 জন আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল 3 জনের ৷ তাঁরা হলেন, ভূবালান (40), জ্যোতিবাবু (16) এবং মুথুকুমার (39) ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিন্নাস্বামী নামে বছর 85’র এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় প্রাণ যায় স্বামীর, 17 বছর পর একই পরিণতি কো-পাইলট স্ত্রীর

এই ঘটনায় 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে থিরুভাল্লুর হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ সূর্য (22), গজেন্দ্র (25), হেমন্ত কুমার (16), অরুণকুমার (25), কাথিরাভান (23) এবং অরুণাচালম (45) এই 6 জনের শারীরিক অবস্থা সংকটজনক ৷ এদের সকলকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করানো হচ্ছে ৷ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.