ETV Bharat / bharat

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত 4 বিজেপি কর্মী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ত্রিপুরার 4 জন বিজেপি কর্মীর ৷ আহত হয়েছেন আরও 8 জন ৷ শুক্রবার রাতে ত্রিপুরার গোমতী জেলায় ঘটে এই দুর্ঘটনা ৷

4 BJP leaders killed in Tripura accident, Chief Minister Biplab Kumar Deb condoles deaths
ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত 4 বিজেপি কর্মী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Mar 27, 2021, 11:16 AM IST

ত্রিপুরা, 27 মার্চ: ত্রিপুরায় দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত চারজন বিজেপি নেতা ৷ তাঁদের মধ্যে তিনজন মহিলা ৷ জখম হয়েছেন 8 জন ৷ দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ঘটনা ৷

পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, একটি ম্যাক্সি ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনজন মহিলা ও একজন পুরুষ-সহ ভারতীয় জনতা পার্টির আরও কয়েকজন কর্মী-সমর্থক ৷ শুক্রবার মাঝরাতে চেল্লাগাঙে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি উল্টে গেলে চারজন স্থানীয় নেতার মৃত্যু হয় ৷ আহত হওয়া 8 জন বিজেপি কর্মীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতদের মধ্যে রয়েছেন 45 বছরের ঊর্বশী কন্যা জামাতিয়া, 26 বছরের মমতা রানি জামাতিয়া, 30 বছরের রচনা দেবী জামাতিয়া ও 65 বছরের গহিন কুমার জামাতিয়া ৷

আগামী 6 এপ্রিল ত্রিপুরা আদিবাসী এলাকার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন রয়েছে ৷ তারই প্রচারের জন্য আয়োজিত জনসভা করে নতুন বাজারের বাড়িতে ফিরছিলেন ওই বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তখনই আচমকা এই দুর্ঘটনা ৷

আরও পড়ুন: বাংলাকে শেষ করেছেন দিদি: বিপ্লব দেব

দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা ৷

ত্রিপুরা, 27 মার্চ: ত্রিপুরায় দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত চারজন বিজেপি নেতা ৷ তাঁদের মধ্যে তিনজন মহিলা ৷ জখম হয়েছেন 8 জন ৷ দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ঘটনা ৷

পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, একটি ম্যাক্সি ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনজন মহিলা ও একজন পুরুষ-সহ ভারতীয় জনতা পার্টির আরও কয়েকজন কর্মী-সমর্থক ৷ শুক্রবার মাঝরাতে চেল্লাগাঙে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি উল্টে গেলে চারজন স্থানীয় নেতার মৃত্যু হয় ৷ আহত হওয়া 8 জন বিজেপি কর্মীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতদের মধ্যে রয়েছেন 45 বছরের ঊর্বশী কন্যা জামাতিয়া, 26 বছরের মমতা রানি জামাতিয়া, 30 বছরের রচনা দেবী জামাতিয়া ও 65 বছরের গহিন কুমার জামাতিয়া ৷

আগামী 6 এপ্রিল ত্রিপুরা আদিবাসী এলাকার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন রয়েছে ৷ তারই প্রচারের জন্য আয়োজিত জনসভা করে নতুন বাজারের বাড়িতে ফিরছিলেন ওই বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তখনই আচমকা এই দুর্ঘটনা ৷

আরও পড়ুন: বাংলাকে শেষ করেছেন দিদি: বিপ্লব দেব

দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.