হারদই (উত্তরপ্রদেশ), 28 এপ্রিল : মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের হারদইয়ে ৷ প্রায় 20 ফুট গভীর এক কূপে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর ৷ কূপে পড়ে যাওয়ার পর আহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় ৷ মৃত শিশুর নাম শ্যামজিৎ ৷
জানা গিয়েছে, হরপালপুর থানার অন্তর্গত সতৌথা গ্রামে শ্যামজিৎ তার 7 বছর বয়সি দাদার সঙ্গে খেলা করছিল ৷ খেলতে খেলতেই হঠাৎ সে ওই কূপের মধ্যে পড়ে যায় ৷ গ্রামবাসীরা এই ঘটনার কথা জানতে পেরেই পুলিশে খবর দেয় ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌছায় ৷ সেখানে গিয়েই যুদ্ধকালীন তৎপরতায় শ্যামজিৎকে উদ্ধার কাজে নেমে পড়ে ৷
উদ্ধারকারী দলের এক সদস্য সুশীল কুমার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করার জন্য ওই কূপের পাশাপাশি একটি সুড়ঙ্গ খনন করা হয় ৷ শ্যামজিৎকে উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার ৷
আরো পড়ুন : অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও