ETV Bharat / bharat

Sniffer dogs : দেশে ফিরল কাবুলে ভারতীয় দূতাবাসের 3টি কুকর

পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হচ্ছে ৷ ভারতীয় রাষ্ট্রদূত-সহ বেশ কিছু আধিকারিক, সাংবাদিক, কূটনীতিক দেশে ফিরেছেন ৷ এবার কাবুল থেকে দেশে ফিরল দূতাবাসের নিরাপত্তায় থাকা 3 জন ৷ তারা কারা ?

তালিবান
তালিবান
author img

By

Published : Aug 18, 2021, 8:10 PM IST

Updated : Aug 18, 2021, 8:31 PM IST

কাবুল, 18 অগস্ট : নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল মায়া (Maya), রুবি (Ruby) আর ববিকে (Bobby) ৷ তাও আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসে (Indian Embassy) ৷ নাম শুনে কী ভাবছেন তালিবানের কাবুলে নিরাপত্তার দায়িত্বে তিনজন মহিলা ? না, এরা বিশেষ কুকুর (sniffer dogs) ৷

150 জন ইন্দো-তিব্বতি সীমান্ত পুলিশের (Indo-Tibetan Border Police, ITBP) সঙ্গে এরাও আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের পাহারায় ছিল ৷ গতকাল 99জন আইটিবিপি কম্যান্ডোর সঙ্গে এদের গাজিয়াবাদের (Ghaziabad) হিন্দোনে (Hindon IAF base) ভারতীয় বায়ু সেনার ক্যাম্পে আনা হয়েছে ৷

আরও পডু়ন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

আফগানিস্তানের দখল এখন তালিবানের হাতে ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে সমস্ত রাষ্ট্রদূত-সহ সরকারি আধিকারিক, কর্মচারীরা, কূটনীতিক, সাংবাদিকদের ফেরানো হয়েছে দিল্লিতে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটে বিদেশ মন্ত্রকের আফগানিস্তান সেলের সঙ্গে যোগাযোগের নম্বরও দিয়েছেন ৷

গতকাল তালিবান মুখপাত্র সাংবাদিক সম্মেলন সমগ্র দুনিয়ার উদ্দেশ্যে ক্ষমার বার্তা দিয়েছেন ৷ কোনও দেশের জন্য় তারা বিপজ্জনক নয়, হুমকিও দেওয়া হবে না কাউকে জানিয়েছেন তিনি ৷ এমনকি সব দেশকে তাদের এই নতুন শাসনব্যবস্থাকে মেনে নিয়ে এগিয়ে চলায় সহযোগিতা করার কথা জানিয়েছেন ৷ তাও সব দেশই আফগানিস্তান থেকে তাদের কর্মচারী, নাগরিকদের নিয়ে আসতে বিমান পাঠাচ্ছে ৷ এখনও বহু ভারতীয় আটকে রয়েছে আফগানিস্তানের নানা প্রান্তে ৷

কাবুল, 18 অগস্ট : নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল মায়া (Maya), রুবি (Ruby) আর ববিকে (Bobby) ৷ তাও আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসে (Indian Embassy) ৷ নাম শুনে কী ভাবছেন তালিবানের কাবুলে নিরাপত্তার দায়িত্বে তিনজন মহিলা ? না, এরা বিশেষ কুকুর (sniffer dogs) ৷

150 জন ইন্দো-তিব্বতি সীমান্ত পুলিশের (Indo-Tibetan Border Police, ITBP) সঙ্গে এরাও আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের পাহারায় ছিল ৷ গতকাল 99জন আইটিবিপি কম্যান্ডোর সঙ্গে এদের গাজিয়াবাদের (Ghaziabad) হিন্দোনে (Hindon IAF base) ভারতীয় বায়ু সেনার ক্যাম্পে আনা হয়েছে ৷

আরও পডু়ন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

আফগানিস্তানের দখল এখন তালিবানের হাতে ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে সমস্ত রাষ্ট্রদূত-সহ সরকারি আধিকারিক, কর্মচারীরা, কূটনীতিক, সাংবাদিকদের ফেরানো হয়েছে দিল্লিতে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটে বিদেশ মন্ত্রকের আফগানিস্তান সেলের সঙ্গে যোগাযোগের নম্বরও দিয়েছেন ৷

গতকাল তালিবান মুখপাত্র সাংবাদিক সম্মেলন সমগ্র দুনিয়ার উদ্দেশ্যে ক্ষমার বার্তা দিয়েছেন ৷ কোনও দেশের জন্য় তারা বিপজ্জনক নয়, হুমকিও দেওয়া হবে না কাউকে জানিয়েছেন তিনি ৷ এমনকি সব দেশকে তাদের এই নতুন শাসনব্যবস্থাকে মেনে নিয়ে এগিয়ে চলায় সহযোগিতা করার কথা জানিয়েছেন ৷ তাও সব দেশই আফগানিস্তান থেকে তাদের কর্মচারী, নাগরিকদের নিয়ে আসতে বিমান পাঠাচ্ছে ৷ এখনও বহু ভারতীয় আটকে রয়েছে আফগানিস্তানের নানা প্রান্তে ৷

Last Updated : Aug 18, 2021, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.