ETV Bharat / bharat

Pahalgam: মানসিক অসুস্থের তাণ্ডবে পহেলগামে তিনজনের মৃত্যু, ছ’জনের বেশি জখম - মানসিক অসুস্থের তাণ্ডবে পহেলগামে তিনজনের মৃত্যু

শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামে (Pahalgam) মানসিক ভাবে অসুস্থ এক ব্যক্তি (Mentally Challenged Person) তাণ্ডব চালায় ৷ সেই তাণ্ডবে মৃত্যু হয় তিনজনের ৷ আহত অন্তত ছ’জন ৷

Pahalgam
মানসিক অসুস্থের তাণ্ডব
author img

By

Published : Dec 23, 2022, 2:44 PM IST

পহেলগাম (জম্মু ও কাশ্মীর), 23 ডিসেম্বর: মানসিক সমস্যায় ভোগা এক ব্যক্তির তাণ্ডবে (Mentally Challenged Person) একজন মহিলা-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন ছ’জনের বেশি লোক ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামের (Pahalgam) আশমুকাম এলাকায় ৷

পহেলগামের সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অভিযুক্তের নাম জাভেদ হাসান ৷ তিনি প্রথমে নিজের মা-বাবার উপর আক্রমণ চালান ৷ তার পর বাড়ির বাইরে এসে সামনে যাঁদের পেয়েছেন, তাঁদের উপরই আক্রমণ চালিয়েছেন ৷ সেই হামলাতেই তিনজনের মৃত্যু হয় ৷ আর ছ’জনের বেশি লোক আহত হন ৷

এই ঘটনায় নিহতদের নাম গুলাম নবি খাদিম, হাফিজা বেগম ও মহম্মদ আমিন শাহ ৷ তাঁর স্থানীয় বাসিন্দা ৷ হাফিজা গুলামের মা ৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন: শ্রীনগরে সেনা-ক্যাম্প থেকে 'পালিয়েছে' যুবক ! প্রতিবাদ উপত্যকায়

পহেলগাম (জম্মু ও কাশ্মীর), 23 ডিসেম্বর: মানসিক সমস্যায় ভোগা এক ব্যক্তির তাণ্ডবে (Mentally Challenged Person) একজন মহিলা-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন ছ’জনের বেশি লোক ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামের (Pahalgam) আশমুকাম এলাকায় ৷

পহেলগামের সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অভিযুক্তের নাম জাভেদ হাসান ৷ তিনি প্রথমে নিজের মা-বাবার উপর আক্রমণ চালান ৷ তার পর বাড়ির বাইরে এসে সামনে যাঁদের পেয়েছেন, তাঁদের উপরই আক্রমণ চালিয়েছেন ৷ সেই হামলাতেই তিনজনের মৃত্যু হয় ৷ আর ছ’জনের বেশি লোক আহত হন ৷

এই ঘটনায় নিহতদের নাম গুলাম নবি খাদিম, হাফিজা বেগম ও মহম্মদ আমিন শাহ ৷ তাঁর স্থানীয় বাসিন্দা ৷ হাফিজা গুলামের মা ৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন: শ্রীনগরে সেনা-ক্যাম্প থেকে 'পালিয়েছে' যুবক ! প্রতিবাদ উপত্যকায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.