আলওয়ার, 23 ফেব্রুয়ারি : রিক্সা চুরির অভিযোগে দুই পুরুষ ও এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করল স্থানীয় উত্তেজিত জনতা । ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার এলাকায় । উক্ত ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ।
খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে ছুটে যায় কোতয়ালি থানার পুলিশ । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে এবং প্রহৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
এই মারধরের ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ ।
রিক্সা চুরির সময় স্থানীয়রা অভিযুক্ত দুজন পুরুষ ও এক মহিলাকে হাতে নাতে ধরে ফেলে । এরপরেই ওই এলাকায় উত্তেজনা ছড়ায় । যাতে পালাতে না পারে তাই অভিযুক্তদের একটি খুঁটিতে বেঁধে রাখে স্থানীয় ক্ষিপ্ত জনতা ।
আরও পড়ুন : বেঙ্গালুরুতে ফের লকডাউন? ''হ্যাঁ, কোভিড নিয়ম না-মানলে''
তাদের অভিযোগ, এই লোকেরা দীর্ঘদিন ধরে রিকশা চুরির ঘটনায় অভিযুক্ত এবং পুলিশ সেটা জানা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি । পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।