ETV Bharat / bharat

Aircraft Crash in Maharashtra: 4 দিনে দ্বিতীয় দুর্ঘটনা, পুনের মাঠে ট্রেনি বিমান ভেঙে জখম 2

19 অক্টোবর সন্ধ্যায় একটি বিমান ভেঙে পড়েছিল বারামতী তালুকে ৷ আজ সকালে ফের বিমান দুর্ঘটনা ঘটল একই তালুকের একটি অন্য গ্রামে ৷ এই ঘটনায় ট্রেনি পাইলট ও এক ইনস্ট্রাক্টর জখম হয়েছেন ৷

ETV Bharat
ট্রেনি বিমান দুর্ঘটনা
author img

By PTI

Published : Oct 22, 2023, 12:59 PM IST

পুনে, 22 অক্টোবর: বেসরকারি উড়ান অ্যাকাডেমির বিমান আছড়ে পড়ল মাঠে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ৷ মহারাষ্ট্রের পুনেতে একটি গ্রামের কাছেই এই দুর্ঘটনা ঘটে ৷ বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়া বিমানচালক এবং এক ইনস্ট্রাক্টর আহত হয়েছেন ৷ সকাল 8টা নাগাদ বারামতী তালুকে গোজুবাভি গ্রামে প্রশিক্ষণের বিমানটি ভেঙে দুর্ঘটনা ঘটেছে ৷

বারামতী থানার উচ্চাধিকারিক প্রভাকর মোরে বলেন, "রেডবার্ড ফ্লাইট ট্রেনিং অ্যাকাডেমির একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট গোজুবাভি গ্রামের কাছে ভেঙে পড়ে ৷ একজন ট্রেনি পাইলট এবং একজন ইনস্ট্রাক্টর এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৷" তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি ৷ তিনি বলেন, "আমরা এই ঘটনার তদন্ত করছি ৷" একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, রেডবার্ড অ্যাকাডেমি টেন্সন্যাম এয়ারক্রাফ্ট ভিটি-আরবিটি বিমানটি বারামতীর কাছে জরুরি ভিত্তিতে অবতরণ করে ৷ ইনস্ট্রাক্টর এবং ট্রেনি দু'জনই নিরাপদে আছেন ৷ তদন্ত চলছে ৷

চারদিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল ৷ এর আগে 19 অক্টোবর, বৃহস্পতিবার আরেকটি ট্রেনিং এয়ারক্রাফ্টের বিমান এই বারামতী তালুকেরই কাফতাল গ্রামের কাছে ভেঙে পড়েছিল ৷ পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনাতেও বিমানচালক জখম হন ৷ তবে এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি ৷

এর আগে 14 সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা ঘটে ৷ এতে ব্যক্তিগত বিমান ভেঙে দু'টুকরো হয়ে যায় ৷ অবতরণের সময় এই দুর্ঘটনা হয় এবং বিমানটি ভেঙে দু'টুকরো হয়ে যায় ৷ ওই বিমানে 6 জন যাত্রী এবং 2 জন বিমান পরিষেবা কর্মী ছিলেন ৷ তবে অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র পক্ষ থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ বিমানটি নামার সময় বৃষ্টি হচ্ছিল ৷ দৃশ্যমানতা কমে যাওয়ার ফলেও এই দুর্ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মেক্সিকোয় দু'টি বিমানের মুখোমুখি ধাক্কা, মৃত 1 শিশু-সহ 5

পুনে, 22 অক্টোবর: বেসরকারি উড়ান অ্যাকাডেমির বিমান আছড়ে পড়ল মাঠে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ৷ মহারাষ্ট্রের পুনেতে একটি গ্রামের কাছেই এই দুর্ঘটনা ঘটে ৷ বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়া বিমানচালক এবং এক ইনস্ট্রাক্টর আহত হয়েছেন ৷ সকাল 8টা নাগাদ বারামতী তালুকে গোজুবাভি গ্রামে প্রশিক্ষণের বিমানটি ভেঙে দুর্ঘটনা ঘটেছে ৷

বারামতী থানার উচ্চাধিকারিক প্রভাকর মোরে বলেন, "রেডবার্ড ফ্লাইট ট্রেনিং অ্যাকাডেমির একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট গোজুবাভি গ্রামের কাছে ভেঙে পড়ে ৷ একজন ট্রেনি পাইলট এবং একজন ইনস্ট্রাক্টর এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৷" তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি ৷ তিনি বলেন, "আমরা এই ঘটনার তদন্ত করছি ৷" একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, রেডবার্ড অ্যাকাডেমি টেন্সন্যাম এয়ারক্রাফ্ট ভিটি-আরবিটি বিমানটি বারামতীর কাছে জরুরি ভিত্তিতে অবতরণ করে ৷ ইনস্ট্রাক্টর এবং ট্রেনি দু'জনই নিরাপদে আছেন ৷ তদন্ত চলছে ৷

চারদিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল ৷ এর আগে 19 অক্টোবর, বৃহস্পতিবার আরেকটি ট্রেনিং এয়ারক্রাফ্টের বিমান এই বারামতী তালুকেরই কাফতাল গ্রামের কাছে ভেঙে পড়েছিল ৷ পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনাতেও বিমানচালক জখম হন ৷ তবে এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি ৷

এর আগে 14 সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা ঘটে ৷ এতে ব্যক্তিগত বিমান ভেঙে দু'টুকরো হয়ে যায় ৷ অবতরণের সময় এই দুর্ঘটনা হয় এবং বিমানটি ভেঙে দু'টুকরো হয়ে যায় ৷ ওই বিমানে 6 জন যাত্রী এবং 2 জন বিমান পরিষেবা কর্মী ছিলেন ৷ তবে অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র পক্ষ থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ বিমানটি নামার সময় বৃষ্টি হচ্ছিল ৷ দৃশ্যমানতা কমে যাওয়ার ফলেও এই দুর্ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মেক্সিকোয় দু'টি বিমানের মুখোমুখি ধাক্কা, মৃত 1 শিশু-সহ 5

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.