ETV Bharat / bharat

INDIA Mumbai Meeting: বহরে বাড়ছে 'ইন্ডিয়া', মুম্বইয়ে জোট বৈঠকে অংশ নিচ্ছে 28টি দল - mamata banerjee

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের দু'দিনের বৈঠক ৷ এবারের বৈঠকে যোগ দিচ্ছে 28টি দল ৷ জুলাই মাসে বেঙ্গালুরুর বৈঠকে ছিল 26টি দল ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 5:33 PM IST

মুম্বই, 30 অগস্ট: মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দেবে 28টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল ৷ বুধবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোটের যে বৈঠক হয়েছিল সেখানে যোগ দিয়েছিল 26টি দল ৷ মুম্বইয়ের বৈঠকে সেই সংখ্যাই বেড়ে হচ্ছে 28টি ৷ আগেই শোনা গিয়েছিল, বিজেপি বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল, এদিন কার্যত সেই খবরেই সিলমোহর দিলেন পাওয়ার ৷ এর ফলে স্পষ্ট আগামী বছর লোকসভা ভোটের আগে সংখ্যায় ও বহরে বাড়ছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷

শরদ পাওয়ার এদিন জানিয়েছেন, 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধীদের যে বৈঠক বসছে, সেই বৈঠকে 'ইন্ডিয়া' জোটের মোট 63 জন সদস্য যোগ দেবেন ৷ বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক ৷ তার আগে বুধবার এক সাংবাদিক বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এর প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে ৷

শরদ পাওয়ারের দাবি, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৷ বিরোধী ইন্ডিয়া জোটের তরফে একটি কমন মিনিমাম প্রোগ্র্যাম বা অভিন্ন নূন্যতম কর্মসূচি তৈরি করা হতে পারে ৷ এদিনের সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, "ইন্ডিয়া জোটের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অনেক মুখ রয়েছেন, কিন্তু বিজেপির কাছে একজন বাদে আর কোনও মুখ নেই ৷"

  • #WATCH | "We're very happy that INDIA alliance meeting is going to take place in Maharashtra...in Bengaluru, we were 26 (parties), here it has become 28 (parties)...jaise INDIA badhega, waise hi China peeche hatega", says Maharashtra Congress chief Nana Patole pic.twitter.com/U7xVHyH4CW

    — ANI (@ANI) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবিতে সোচ্চার আপ

মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে জানিয়েছেন, 'ইন্ডিয়া' জোট আরও বাড়ছে, 26 থেকে 28 হচ্ছে ৷ তাঁর কথায়, "ইন্ডিয়া যাত বাড়বে, চিন তত পিছনে যাবে ৷" বিরোধী জোট বৈঠকে জোট দিতে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুম্বই, 30 অগস্ট: মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দেবে 28টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল ৷ বুধবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোটের যে বৈঠক হয়েছিল সেখানে যোগ দিয়েছিল 26টি দল ৷ মুম্বইয়ের বৈঠকে সেই সংখ্যাই বেড়ে হচ্ছে 28টি ৷ আগেই শোনা গিয়েছিল, বিজেপি বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল, এদিন কার্যত সেই খবরেই সিলমোহর দিলেন পাওয়ার ৷ এর ফলে স্পষ্ট আগামী বছর লোকসভা ভোটের আগে সংখ্যায় ও বহরে বাড়ছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷

শরদ পাওয়ার এদিন জানিয়েছেন, 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধীদের যে বৈঠক বসছে, সেই বৈঠকে 'ইন্ডিয়া' জোটের মোট 63 জন সদস্য যোগ দেবেন ৷ বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক ৷ তার আগে বুধবার এক সাংবাদিক বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এর প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে ৷

শরদ পাওয়ারের দাবি, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৷ বিরোধী ইন্ডিয়া জোটের তরফে একটি কমন মিনিমাম প্রোগ্র্যাম বা অভিন্ন নূন্যতম কর্মসূচি তৈরি করা হতে পারে ৷ এদিনের সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, "ইন্ডিয়া জোটের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অনেক মুখ রয়েছেন, কিন্তু বিজেপির কাছে একজন বাদে আর কোনও মুখ নেই ৷"

  • #WATCH | "We're very happy that INDIA alliance meeting is going to take place in Maharashtra...in Bengaluru, we were 26 (parties), here it has become 28 (parties)...jaise INDIA badhega, waise hi China peeche hatega", says Maharashtra Congress chief Nana Patole pic.twitter.com/U7xVHyH4CW

    — ANI (@ANI) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবিতে সোচ্চার আপ

মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে জানিয়েছেন, 'ইন্ডিয়া' জোট আরও বাড়ছে, 26 থেকে 28 হচ্ছে ৷ তাঁর কথায়, "ইন্ডিয়া যাত বাড়বে, চিন তত পিছনে যাবে ৷" বিরোধী জোট বৈঠকে জোট দিতে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.