ETV Bharat / bharat

Jaishankar in UNSC Meeting: 26/11 কোনও দিন ভোলার নয়, মুম্বইয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে বললেন জয়শংকর - রাষ্ট্রসংঘের বৈঠক

26/11 কোনও দিন ভোলার নয় (EAM Jaishankar)৷ মুম্বইয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির বৈঠকে (UN CTC Meeting) বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar in UNSC Meeting)৷

26/11 will never ever be forgotten: EAM Jaishankar says in UNSC Meeting
26/11 কোনও দিন ভোলার নয়, মুম্বইয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে বললেন জয়শংকর
author img

By

Published : Oct 28, 2022, 3:00 PM IST

মুম্বই, 28 অক্টোবর: মুম্বইয়ের তাজ হোটেলে শুক্রবার শুরু হল রাষ্ট্রসংঘের (UN CTC Meeting) নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির দুদিনের বৈঠক (EAM Jaishankar)৷ সেখানে অংশ নিয়ে 26/11 মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar in UNSC Meeting)৷ এই বিশেষ বৈঠকের প্রথম অধ্যায়ে তিনি বললেন, "26/11 কোনও দিন ভোলার নয় ৷ এই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রীরা এখনও সুরক্ষিত রয়ে গিয়েছে, তাদের শাস্তিও হয়নি ৷"

আজ মুম্বইয়ের হোটেল তাজমহল প্যালেসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির বিশেষ সভার প্রথম পর্বে 26/11/2008-এর নৃশংস সন্ত্রাসবাদী হামলার ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ রাষ্ট্রসংঘের বৈঠকে জয়শংকর বলেন, "ভারতীয় পুলিশ বাহিনীর 18 জন সদস্য, তাজ হোটেলের 12 জন সদস্য এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা শহীদ হয়েছেন । আমরা যখন 26/11 স্মৃতিস্থলে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাঁদের বীরত্ব এবং তাঁদের সংকল্পকে স্যালুট করি ৷"

জয়শংকর বলেন, এটি কেবল "মুম্বইয়ের উপর আক্রমণ নয়, এটি আন্তর্জাতিক মহলের উপর আক্রমণ । হত্যা করার আগে নির্দিষ্ট দেশের জাতি চিহ্নিত করা হয়েছিল । এর ফলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যেখানে বদ্ধপরিকর, তাদের জনসমক্ষে চ্যালেঞ্জ করা হয়েছে ৷"

রাষ্ট্রসংঘের সদস্যদের উদ্দেশে বিদেশমন্ত্রী বলেন, "একসঙ্গে আমাদের এই বার্তা পাঠানো উচিত যে, আন্তর্জাতিক মহল সন্ত্রাসবাদীদের থেকে জবাবদিহি চাওয়া এবং ন্যায়বিচার প্রদানে কখনওই হাল ছেড়ে দেবে না । 26/11 কখনওই ভুলে যাব না ।"

আরও পড়ুন: মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুতেরেসের

2008 সালের 26 নভেম্বর পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার প্রশিক্ষিত 10 জন জঙ্গি তাজমহল হোটেল, ওবেরয় হোটেল, লিওপোল্ড ক্যাফে, নরিম্যান হাউস, ছত্রপতি শিবাজি টার্মিনাস-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ধারাবাহিক হামলা চালিয়ে 166 জনকে হত্যা করে । নয়াদিল্লির সভাপতিত্বে রাষ্ট্রসংঘের কাউন্টার-টেরোরিজম কমিটির (সিটিসি) বৈঠক যথাক্রমে 28 এবং 29 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে মুম্বই এবং নয়াদিল্লিতে ৷

বুধবার রাষ্ট্রসংঘের সিটিসি-তে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা বলেছিলেন, "গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিক ভাবে শুরু করার জন্য মুম্বইয়ের চেয়ে ভালো জায়গা আর নেই ৷ সিটিসি যে মুম্বইতে তার আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তা নিজেই একটি বার্তা ।"

মুম্বই, 28 অক্টোবর: মুম্বইয়ের তাজ হোটেলে শুক্রবার শুরু হল রাষ্ট্রসংঘের (UN CTC Meeting) নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির দুদিনের বৈঠক (EAM Jaishankar)৷ সেখানে অংশ নিয়ে 26/11 মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar in UNSC Meeting)৷ এই বিশেষ বৈঠকের প্রথম অধ্যায়ে তিনি বললেন, "26/11 কোনও দিন ভোলার নয় ৷ এই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রীরা এখনও সুরক্ষিত রয়ে গিয়েছে, তাদের শাস্তিও হয়নি ৷"

আজ মুম্বইয়ের হোটেল তাজমহল প্যালেসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির বিশেষ সভার প্রথম পর্বে 26/11/2008-এর নৃশংস সন্ত্রাসবাদী হামলার ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ রাষ্ট্রসংঘের বৈঠকে জয়শংকর বলেন, "ভারতীয় পুলিশ বাহিনীর 18 জন সদস্য, তাজ হোটেলের 12 জন সদস্য এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা শহীদ হয়েছেন । আমরা যখন 26/11 স্মৃতিস্থলে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাঁদের বীরত্ব এবং তাঁদের সংকল্পকে স্যালুট করি ৷"

জয়শংকর বলেন, এটি কেবল "মুম্বইয়ের উপর আক্রমণ নয়, এটি আন্তর্জাতিক মহলের উপর আক্রমণ । হত্যা করার আগে নির্দিষ্ট দেশের জাতি চিহ্নিত করা হয়েছিল । এর ফলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যেখানে বদ্ধপরিকর, তাদের জনসমক্ষে চ্যালেঞ্জ করা হয়েছে ৷"

রাষ্ট্রসংঘের সদস্যদের উদ্দেশে বিদেশমন্ত্রী বলেন, "একসঙ্গে আমাদের এই বার্তা পাঠানো উচিত যে, আন্তর্জাতিক মহল সন্ত্রাসবাদীদের থেকে জবাবদিহি চাওয়া এবং ন্যায়বিচার প্রদানে কখনওই হাল ছেড়ে দেবে না । 26/11 কখনওই ভুলে যাব না ।"

আরও পড়ুন: মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুতেরেসের

2008 সালের 26 নভেম্বর পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার প্রশিক্ষিত 10 জন জঙ্গি তাজমহল হোটেল, ওবেরয় হোটেল, লিওপোল্ড ক্যাফে, নরিম্যান হাউস, ছত্রপতি শিবাজি টার্মিনাস-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ধারাবাহিক হামলা চালিয়ে 166 জনকে হত্যা করে । নয়াদিল্লির সভাপতিত্বে রাষ্ট্রসংঘের কাউন্টার-টেরোরিজম কমিটির (সিটিসি) বৈঠক যথাক্রমে 28 এবং 29 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে মুম্বই এবং নয়াদিল্লিতে ৷

বুধবার রাষ্ট্রসংঘের সিটিসি-তে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা বলেছিলেন, "গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিক ভাবে শুরু করার জন্য মুম্বইয়ের চেয়ে ভালো জায়গা আর নেই ৷ সিটিসি যে মুম্বইতে তার আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তা নিজেই একটি বার্তা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.