ETV Bharat / bharat

Kidney Stones : চিকিৎসকদের চক্ষু চড়কগাছ ! কিডনি অস্ত্রোপচারে মিলল 206টি পাথর

গুনে গুনে 206টি পাথর বের করা হয়েছে বীরমাল্লা রামলাক্ষমাইয়ার কিডনি থেকে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালে (206 Kidney Stones Removed In 1 Hour from Hyderabad Man) ৷

author img

By

Published : May 19, 2022, 8:04 PM IST

Kidney Stones News
কিডনি অস্ত্রোপচারে মিলল 206টি পাথর

হায়দরাবাদ, 19 মে : গত ছ'মাস ধরেই বীরমাল্লা রামলাক্ষমাইয়ার পেটের বাঁ-দিকে ব্যথা হচ্ছিল ৷ গরম পড়তেই সেই ব্যথা দ্বিগুণ হয়ে যায় ৷ তারপরেই পরিবারের সদস্যদের চাপে পড়ে ডাক্তারের কাছে যান তিনি ৷ সেখানেই পরীক্ষা করে দেখা যায়, তাঁর কিডনিতে স্টোন হয়েছে ৷ একটি নয়, বেশ কয়েকটি ৷ এদিন অস্ত্রোপচার চলাকালীন কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের ৷ গুনে গুনে 206টি পাথর বের করা হয়েছে ওই ব্যক্তির কিডনি থেকে (206 Kidney Stones Removed In 1 Hour from Hyderabad Man) ৷

অস্ত্রোপচার হয়েছে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় চিকিৎসকের পরামর্শে কিছু ব্যথা কমানোর ওষুধ খেয়ে যাচ্ছিলেন তিনি ৷ কিন্তু ব্যথা তীব্র হওয়ায় নালগোন্ডার বাসিন্দা রামলাক্ষমাইয়া গত 22 এপ্রিল ডাক্তার দেখাতে যান ৷

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট পুলা নবীন কুমার বলেন, ‘‘প্রাথমিকভাবে আল্ট্রাসাউন্ড স্ক্যানে একাধিক লেফট রেনাল ক্যালকুলির উপস্থিতি (বাঁ-দিকের কিডনিতে পাথর) দেখা যায় ৷ পরে সিটি কেইউবি (Computed tomography of kidneys, ureters and bladder) স্ক্যানের মাধ্যমে তা নিশ্চিত করা হয় ।’’

আরও পড়ুন : নিজের কিডনির স্বাস্থের উপর নজর রাখুন

তিনি বলেন, ‘‘রোগীকে কাউন্সেলিং করে একটি কী-হোল সার্জারির জন্য প্রস্তুত করা হয় ৷ এক ঘণ্টার ওই অস্ত্রোপচারের 206টি পাথর বের করা হয় ৷’’ অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন রামলাক্ষমাইয়া ৷ একদিন পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷

হায়দরাবাদ, 19 মে : গত ছ'মাস ধরেই বীরমাল্লা রামলাক্ষমাইয়ার পেটের বাঁ-দিকে ব্যথা হচ্ছিল ৷ গরম পড়তেই সেই ব্যথা দ্বিগুণ হয়ে যায় ৷ তারপরেই পরিবারের সদস্যদের চাপে পড়ে ডাক্তারের কাছে যান তিনি ৷ সেখানেই পরীক্ষা করে দেখা যায়, তাঁর কিডনিতে স্টোন হয়েছে ৷ একটি নয়, বেশ কয়েকটি ৷ এদিন অস্ত্রোপচার চলাকালীন কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের ৷ গুনে গুনে 206টি পাথর বের করা হয়েছে ওই ব্যক্তির কিডনি থেকে (206 Kidney Stones Removed In 1 Hour from Hyderabad Man) ৷

অস্ত্রোপচার হয়েছে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় চিকিৎসকের পরামর্শে কিছু ব্যথা কমানোর ওষুধ খেয়ে যাচ্ছিলেন তিনি ৷ কিন্তু ব্যথা তীব্র হওয়ায় নালগোন্ডার বাসিন্দা রামলাক্ষমাইয়া গত 22 এপ্রিল ডাক্তার দেখাতে যান ৷

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট পুলা নবীন কুমার বলেন, ‘‘প্রাথমিকভাবে আল্ট্রাসাউন্ড স্ক্যানে একাধিক লেফট রেনাল ক্যালকুলির উপস্থিতি (বাঁ-দিকের কিডনিতে পাথর) দেখা যায় ৷ পরে সিটি কেইউবি (Computed tomography of kidneys, ureters and bladder) স্ক্যানের মাধ্যমে তা নিশ্চিত করা হয় ।’’

আরও পড়ুন : নিজের কিডনির স্বাস্থের উপর নজর রাখুন

তিনি বলেন, ‘‘রোগীকে কাউন্সেলিং করে একটি কী-হোল সার্জারির জন্য প্রস্তুত করা হয় ৷ এক ঘণ্টার ওই অস্ত্রোপচারের 206টি পাথর বের করা হয় ৷’’ অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন রামলাক্ষমাইয়া ৷ একদিন পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.