ETV Bharat / bharat

EC on Assembly Election: ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড থেকে উদ্ধার 140 কোটির বেআইনি সামগ্রী, তালিকায় নিষিদ্ধ মাদকও - 20 fold increase in seizures

নিষিদ্ধ মাদক থেকে শুরু করে নানা ধরনের বেআইনি সামগ্রী উদ্ধার হল তিনটি রাজ্য থেকে । নির্বাচন কমিশনের দেওয়া তথ্য় বলছে মোট 140 কোটির বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড থেকে (EC witnessed 20 fold increase in seizures in Tripura Nagaland, Meghalaya )

EC on Assembly Election
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড নির্বাচন নিয়ে বড় ঘোষণা
author img

By

Published : Feb 17, 2023, 8:56 AM IST

নয়াদিল্লি,17 ফেব্রুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল । নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার বলা হল, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের আগে মোট 140 কোটির বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে ( 20 fold increase in seizures in Tripura Nagaland, Meghalaya) । 2018 সালে বিধানসভা নির্বাচনের তুলনায় পরিমাণটা প্রায় 20 গুন। ত্রিপুরায় নির্বাচন হয়েছে বৃহস্পতিবার । এরপর 26 ফেব্রুয়ারি ভোট হবে মেঘালয় এবং নাগাল্যান্ডে । তার আগেই এমন তথ্য ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন বলেছে, বিভিন্ন তদন্ত সংস্থার তল্লাশি থেকে শুরু করে টানা নজরদারির জেরে এই পরিমাণ টাকা উদ্ধার সম্ভব হয়েছে । সংবেদলশীল কেন্দ্রগুলির দিকে বেশি নজর দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে কমিশন। নির্বাচন ঘোষণার দিন থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল আর তার জেরেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে । 2018 সালে মোট 7.24 কোটি টাকা এই তিনটি রাজ্য থেকে উদ্ধার হয়েছিল ।

এর মধ্যে ত্রিপুরা থেকে 10.58 কোটি টাকার মূল্যের 3.53 কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে । পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ড থেকে যথাক্রমে 2.44 কেজি এবং 2.27 কেজি মাদক উদ্ধার হয়েছে । কমিশন জানিয়েছে, ত্রিপুরার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে তা জানতে পেরে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল । বিশেষ নজরদারি দলও তৈরি হয়েছিল । তাতে বিএসএফের জওয়ানরা ছিলেন । ছিলেন বনদপ্তরের আধিকারিকরাও । এছাড়াও মাদকের চোরাচালান রুখতে কাজ করে এমন কয়েকটি সংস্থার প্রতিনিধিরাও ছিলেন ।

নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসে এই তিন রাজ্যে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা । সে সময়ই এই ধরনের সমস্ত ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবারই শেষ হয়েছে ত্রিপুরার নির্বাচন । ভোট পড়ছে প্রায় 92 শতাংশ । রাজ্যের কয়েকটি জায়গায় নির্বাচন ঘিরে সন্ত্রাসের অভিযোগও উঠেছে ।

আরও পড়ুন: নয়া রেকর্ড, 92 শতাংশ ভোট পড়ল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে

নয়াদিল্লি,17 ফেব্রুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল । নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার বলা হল, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের আগে মোট 140 কোটির বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে ( 20 fold increase in seizures in Tripura Nagaland, Meghalaya) । 2018 সালে বিধানসভা নির্বাচনের তুলনায় পরিমাণটা প্রায় 20 গুন। ত্রিপুরায় নির্বাচন হয়েছে বৃহস্পতিবার । এরপর 26 ফেব্রুয়ারি ভোট হবে মেঘালয় এবং নাগাল্যান্ডে । তার আগেই এমন তথ্য ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন বলেছে, বিভিন্ন তদন্ত সংস্থার তল্লাশি থেকে শুরু করে টানা নজরদারির জেরে এই পরিমাণ টাকা উদ্ধার সম্ভব হয়েছে । সংবেদলশীল কেন্দ্রগুলির দিকে বেশি নজর দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে কমিশন। নির্বাচন ঘোষণার দিন থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল আর তার জেরেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে । 2018 সালে মোট 7.24 কোটি টাকা এই তিনটি রাজ্য থেকে উদ্ধার হয়েছিল ।

এর মধ্যে ত্রিপুরা থেকে 10.58 কোটি টাকার মূল্যের 3.53 কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে । পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ড থেকে যথাক্রমে 2.44 কেজি এবং 2.27 কেজি মাদক উদ্ধার হয়েছে । কমিশন জানিয়েছে, ত্রিপুরার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে তা জানতে পেরে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল । বিশেষ নজরদারি দলও তৈরি হয়েছিল । তাতে বিএসএফের জওয়ানরা ছিলেন । ছিলেন বনদপ্তরের আধিকারিকরাও । এছাড়াও মাদকের চোরাচালান রুখতে কাজ করে এমন কয়েকটি সংস্থার প্রতিনিধিরাও ছিলেন ।

নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসে এই তিন রাজ্যে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা । সে সময়ই এই ধরনের সমস্ত ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবারই শেষ হয়েছে ত্রিপুরার নির্বাচন । ভোট পড়ছে প্রায় 92 শতাংশ । রাজ্যের কয়েকটি জায়গায় নির্বাচন ঘিরে সন্ত্রাসের অভিযোগও উঠেছে ।

আরও পড়ুন: নয়া রেকর্ড, 92 শতাংশ ভোট পড়ল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.