ETV Bharat / bharat

Goods Train Derailed: বিহারে লাইনচ্যুত মালগাড়ির 20টি বগি - Train Accident

মালগাড়ি দুর্ঘটনা বিহারে (Goods Train Derailed in Bihar) ৷ লাইনচ্যুত মালগাড়ির 20টি বগি (20 coaches of goods train derailed at DDU Gaya route) ৷

Goods Train Derailed
ETV Bharat
author img

By

Published : Sep 21, 2022, 4:43 PM IST

পটনা, 21 সেপ্টেম্বর: দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়া জংশন স্টেশনগামী একটি মালগাড়ি বুধবার সকালে লাইচ্যুত হয়ে যায় বিহারের রোহাতসের কাছে কুমাও স্টেশনের কাছে (20 coaches of goods train derailed at DDU Gaya route) ৷ ভোর সাড়ে 6টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনায় মালগুড়িটির 20টি বগি ক্ষতিগ্রস্থ হয় (Goods Train Derailed) ৷

রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটার জেরে সাময়িকভাবে ব্যহত হয়েছে হাওড়া-নয়াদিল্লি রুটে থাকা গয়া-ডিডিইউ অংশে ট্রেন চলাচল ৷ তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি (Train Accident) ৷ ভারতীয় রেলের ডিআরএম-ডিডিইউ শাখার তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন: মুম্বই বন্দর থেকে কয়েক হাজার কোটির হেরোইন উদ্ধার, জানাল দিল্লি পুলিশ

উল্লেখ্য, চলতি মাসের 12 সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে কিরানডুলগামী একটি যাত্রীবাহী ট্রেন ওড়িশার জয়পুর-ছত্রিপুত স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল ৷

পটনা, 21 সেপ্টেম্বর: দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়া জংশন স্টেশনগামী একটি মালগাড়ি বুধবার সকালে লাইচ্যুত হয়ে যায় বিহারের রোহাতসের কাছে কুমাও স্টেশনের কাছে (20 coaches of goods train derailed at DDU Gaya route) ৷ ভোর সাড়ে 6টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনায় মালগুড়িটির 20টি বগি ক্ষতিগ্রস্থ হয় (Goods Train Derailed) ৷

রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটার জেরে সাময়িকভাবে ব্যহত হয়েছে হাওড়া-নয়াদিল্লি রুটে থাকা গয়া-ডিডিইউ অংশে ট্রেন চলাচল ৷ তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি (Train Accident) ৷ ভারতীয় রেলের ডিআরএম-ডিডিইউ শাখার তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন: মুম্বই বন্দর থেকে কয়েক হাজার কোটির হেরোইন উদ্ধার, জানাল দিল্লি পুলিশ

উল্লেখ্য, চলতি মাসের 12 সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে কিরানডুলগামী একটি যাত্রীবাহী ট্রেন ওড়িশার জয়পুর-ছত্রিপুত স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.