লখনউ, 11 জুলাই : বড়সড় নাশকতার ছক বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ লখনউয়ের দুবগ্গা এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ দু’জনকে কাকোরি রিং রোড এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।
পুলিশের সন্দেহ, ধৃতদের সঙ্গে আল-কায়দার যোগাযোগ থাকতে পারে । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ৷ উত্তরপ্রদেশ এটিএসের দাবি, ঘটনাস্থল থেকে দুটি প্রেসার-কুকার বোমা, একটি অর্ধেক তৈরি টাইম বোম এবং ছয় থেকে সাত কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
প্রসঙ্গত আজ সকালে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গি ৷ আজ দুপুরে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ সন্দেহভাজন এই তিন জঙ্গিকে গ্রেফতার করে ৷ তিনজনই বাংলাদেশের বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে ৷
গত কয়েকমাস ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল তারা৷ খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল ৷ এরপর আজ সকালে ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ ৷
সামনেই স্বাধীনতা দিবস ৷ তার আগে দুই রাজ্য থেকে মোট পাঁচ জন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হওয়ায় চিন্তার ভাঁজ গোয়েন্দাদের কপালে ৷ তাহলে কি স্বাধীনতা দিবসের দিন কোনও বড় নাশকতার ছক কষেছিল ধৃত ওই সন্দেহভাজন জঙ্গিরা ?
আরও পড়ুন : কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি
আরও একটি বিষয় ভাবাচ্ছে গোয়েন্দাদের ৷ উত্তরপ্রদেশে গ্রেফতার হওয়া দুই জনের সঙ্গে আল-কায়দার যোগাযোগ আছে বলে সন্দেহ করছে পুলিশ ৷ অন্যদিকে কলকাতায় গ্রেফতার হওয়া তিন জঙ্গি জেএমবির সদস্য বলে দাবি পুলিশের ৷ তাই ভারতে নাশকতা করার ছক কি এই দুই জঙ্গি সংগঠন একসঙ্গে করেছিল? বিষয়টি বেশ ভাবাচ্ছে গোয়েন্দাদের ৷