ETV Bharat / bharat

BSF Soldiers Killed : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা, নিহত দুই বিএসএফ জওয়ান - ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা ৷ মঙ্গলবার সকালের ঘটনায় নিহত দুই বিএসএফ জওয়ান ৷ নিহতরা হলেন সাব-ইন্সপেক্টর ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার ৷ জঙ্গিরা তাঁদের আগ্নেয়াস্ত্রগুলিও লুঠ করে নিয়ে যায় ৷

2 BSF personnel killed in ambush along India-Bangladesh Border in Tripura
BSF Soldiers Killed : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা, নিহত দুই বিএসএফ সদস্য
author img

By

Published : Aug 3, 2021, 6:27 PM IST

নয়াদিল্লি, 3 অগস্ট : বেশ কয়েক বছর শান্ত থাকার পর ত্রিপুরায় জঙ্গি হামলায় প্রাণ গেল দুই বিএসএফ (Border Security Force) জওয়ানের ৷ মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে রুটিন টহলদারি চালানোর সময় হামলার শিকার হন তাঁরা ৷ বাহিনী সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা এনএলএফটি-র (National Liberation Front of Tripura) সদস্য ৷ এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ বিএসএফের টহলদারি দল লক্ষ্য করে আক্রমণ করে তারা ৷ ঘটনাটি ঘটে ত্রিপুরার ধলাই জেলায় ৷ নিহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর পদের এক আধিকারিকও রয়েছেন ৷

আরও পড়ুন : শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান

প্রসঙ্গত, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ধলাই জেলার দূরত্ব প্রায় 94 কিলোমিটার ৷ এই এলাকা উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বরাবর জুড়ে রয়েছে ৷ এদিন ধলাই জেলার পানিসাগর সেক্টরের চাওমানু থানার অধীনস্ত আর সি নাথ সীমান্ত ছাউনির কাছে হামলার ঘটনাটি ঘটে ৷ উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য 4 হাজার 96 কিলোমিটার ৷ এর মধ্যে ত্রিপুরায় রয়েছে 856 কিলোমিটার সীমান্ত এলাকা ৷

এদিনের ঘটনা প্রসঙ্গে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বাহিনীকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয় ৷ তাতেই গুরুতর জখম হন সাব-ইন্সপেক্টর ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার ৷ পরে তাঁদের দু’জনেরই মৃত্যু হয় ৷ তবে ঘটনার পর ওই এলাকা থেকে রক্তের যে নমুনা মিলেছে, তা থেকেই স্পষ্ট যে হামলাকারী জঙ্গিরাও বাহিনীর ছোড়া গুলিতে জখম হয়েছে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

বিএসএফের ওই মুখপাত্র জানিয়েছেন, হামলায় মারাত্মক জখম হলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই জারি রেখেছিলেন ভুরু সিং এবং রাজ কুমার ৷ তবে তাঁদের আগ্নেয়াস্ত্রগুলি আর পাওয়া যায়নি ৷ সেগুলি হামলাকারীরাই লুঠ করে নিয়ে গিয়েছে ৷ ঘটনার পর জঙ্গিদের খুঁজে বের করতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷ প্রসঙ্গত, এনএলএফটি একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ৷ এই ধরনের হামলা চালানো তাদের কাছে নতুন কিছু নয় ৷

নয়াদিল্লি, 3 অগস্ট : বেশ কয়েক বছর শান্ত থাকার পর ত্রিপুরায় জঙ্গি হামলায় প্রাণ গেল দুই বিএসএফ (Border Security Force) জওয়ানের ৷ মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে রুটিন টহলদারি চালানোর সময় হামলার শিকার হন তাঁরা ৷ বাহিনী সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা এনএলএফটি-র (National Liberation Front of Tripura) সদস্য ৷ এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ বিএসএফের টহলদারি দল লক্ষ্য করে আক্রমণ করে তারা ৷ ঘটনাটি ঘটে ত্রিপুরার ধলাই জেলায় ৷ নিহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর পদের এক আধিকারিকও রয়েছেন ৷

আরও পড়ুন : শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান

প্রসঙ্গত, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ধলাই জেলার দূরত্ব প্রায় 94 কিলোমিটার ৷ এই এলাকা উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বরাবর জুড়ে রয়েছে ৷ এদিন ধলাই জেলার পানিসাগর সেক্টরের চাওমানু থানার অধীনস্ত আর সি নাথ সীমান্ত ছাউনির কাছে হামলার ঘটনাটি ঘটে ৷ উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য 4 হাজার 96 কিলোমিটার ৷ এর মধ্যে ত্রিপুরায় রয়েছে 856 কিলোমিটার সীমান্ত এলাকা ৷

এদিনের ঘটনা প্রসঙ্গে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বাহিনীকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয় ৷ তাতেই গুরুতর জখম হন সাব-ইন্সপেক্টর ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার ৷ পরে তাঁদের দু’জনেরই মৃত্যু হয় ৷ তবে ঘটনার পর ওই এলাকা থেকে রক্তের যে নমুনা মিলেছে, তা থেকেই স্পষ্ট যে হামলাকারী জঙ্গিরাও বাহিনীর ছোড়া গুলিতে জখম হয়েছে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

বিএসএফের ওই মুখপাত্র জানিয়েছেন, হামলায় মারাত্মক জখম হলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই জারি রেখেছিলেন ভুরু সিং এবং রাজ কুমার ৷ তবে তাঁদের আগ্নেয়াস্ত্রগুলি আর পাওয়া যায়নি ৷ সেগুলি হামলাকারীরাই লুঠ করে নিয়ে গিয়েছে ৷ ঘটনার পর জঙ্গিদের খুঁজে বের করতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷ প্রসঙ্গত, এনএলএফটি একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ৷ এই ধরনের হামলা চালানো তাদের কাছে নতুন কিছু নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.