ETV Bharat / bharat

Parliament Building Inauguration Boycott: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল - Boycott Over Parliament Building Inauguration

28 মে রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিরোধী শিবিরের বহু দল এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবে না বলে জানা গিয়েছে ৷ এ নিয়ে 19টি বিরোধী দল একটি যৌথ বিবৃতি দিয়েছে ৷ তাতে রয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনে
author img

By

Published : May 24, 2023, 12:51 PM IST

Updated : May 24, 2023, 5:01 PM IST

নয়াদিল্লি, 24 মে: নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিল বেশ কয়েকটি বিরোধী দল ৷ কংগ্রেস-সহ 19টি বিরোধী দল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ৷ সেখানে জানানো হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূল কংগ্রেস নতুন সংসদ ভবন উদ্বোধনের এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে ৷ তারপর আজ বিরোধী দলগুলি একজোট হয়ে বিবৃতি দিয়ে তা বয়কট করার কথা জানাল ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন ৷

মঙ্গলবার তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, নতুন সংসদ উদ্বোধনের অনুষ্ঠানটি সাভারকরের জন্মজয়ন্তীতে হওয়া উচিত নয় ৷ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের দিন অথবা গান্ধি জয়ন্তীতে এর উদ্বোধন করা উচিত ছিল ৷ 19টি বিরোধী দলের জোটও দু'টি প্রধান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ৷ তাদের দাবি, প্রধানমন্ত্রীর উদ্বোধন করবে এই সিদ্ধান্ত কার্যত রাষ্ট্রপতিকে হঠিয়ে দেওয়ার সামিল ৷ সংসদে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা ৷

নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা 19টি দল- কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আপ, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), সমাজবাদী পার্টি, সিপিআই, জেএমএম, কেরল কংগ্রেস (মণি), ভিসিকে, আরকেডি, জেডি(ইউ), এনসিপি, সিপিআইএম, আরজেডি, আইইউএমএল, এনসি, আরএসপি, এমডিএমকে ৷

  • 19 opposition parties issue a joint statement to boycott the inauguration of the new Parliament building on 28th May, saying "When the soul of democracy has been sucked out from the Parliament, we find no value in a new building." pic.twitter.com/7p7lk9CNqq

    — ANI (@ANI) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিবৃতিতে 19টি বিরোধী দলের জোট জানিয়েছে, 28 মে সাভারকরের জন্মজয়ন্তীতে এই নতুন সংসদ ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তিনি নিজেই নিয়েছেন ৷ এই সিদ্ধান্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পুরোপুরি সরিয়ে দেওয়া হল ৷ এই ঘটনা শুধুমাত্র রাষ্ট্রপতিকে অসম্মান করা নয়, বরং আমাদের গণতন্ত্রের প্রতি সরাসরি লাঞ্ছনা ৷ এই গৌরবহীন কাজে রাষ্ট্রপতির অফিসকে অপমান করা হয়েছে ৷ সংবিধানের তথ্য এবং ভাবনাকে লঙ্ঘন করা হয়েছে ৷ দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ তার উদযাপনের অবমূল্যায়ন করা হয়েছে ৷

  • President of India is Number 1 in warrant of precedence, VP is Num 2 & Prime Minister is 3rd.
    Govt ignorant about constitutional niceties. This is NOT Modiji’s Grihapravesh for house that he built with his own money.@AITCofficial not attending May 28th party. Good luck to BJP.

    — Mahua Moitra (@MahuaMoitra) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে টুইট করেছেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লিখেছেন, "পদমর্যাদার অগ্রাধিকারের দিক থেকে ভারতে প্রথম রাষ্ট্রপতি ৷ উপ-রাষ্ট্রপতি দ্বিতীয় ৷ আর প্রধানমন্ত্রী তৃতীয় স্থানে রয়েছেন ৷ সংবিধানের এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে সরকার উদাসীন ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মহুয়া লেখেন, "এটা মোদিজির নিজের টাকায় তৈরি বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান নয় ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 28 মে এই অনুষ্ঠানে থাকবে না ৷ বিজেপিকে শুভেচ্ছা ৷"

পুরনো সংসদ ভবনের কী হবে ? এ নিয়ে তৃণমূল কংগ্রেস কি কেন্দ্রকে কিছু জানিয়েছে ? এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরনো সংসদ ভবনের কী হবে, তা নিয়ে বিরোধীদের একেবারে অন্ধকারে রাখা হয়েছে ৷ সরকার একদম চুপ করে আছে ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি: রাহুল

নয়াদিল্লি, 24 মে: নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিল বেশ কয়েকটি বিরোধী দল ৷ কংগ্রেস-সহ 19টি বিরোধী দল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ৷ সেখানে জানানো হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূল কংগ্রেস নতুন সংসদ ভবন উদ্বোধনের এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে ৷ তারপর আজ বিরোধী দলগুলি একজোট হয়ে বিবৃতি দিয়ে তা বয়কট করার কথা জানাল ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন ৷

মঙ্গলবার তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, নতুন সংসদ উদ্বোধনের অনুষ্ঠানটি সাভারকরের জন্মজয়ন্তীতে হওয়া উচিত নয় ৷ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের দিন অথবা গান্ধি জয়ন্তীতে এর উদ্বোধন করা উচিত ছিল ৷ 19টি বিরোধী দলের জোটও দু'টি প্রধান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ৷ তাদের দাবি, প্রধানমন্ত্রীর উদ্বোধন করবে এই সিদ্ধান্ত কার্যত রাষ্ট্রপতিকে হঠিয়ে দেওয়ার সামিল ৷ সংসদে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা ৷

নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা 19টি দল- কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আপ, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), সমাজবাদী পার্টি, সিপিআই, জেএমএম, কেরল কংগ্রেস (মণি), ভিসিকে, আরকেডি, জেডি(ইউ), এনসিপি, সিপিআইএম, আরজেডি, আইইউএমএল, এনসি, আরএসপি, এমডিএমকে ৷

  • 19 opposition parties issue a joint statement to boycott the inauguration of the new Parliament building on 28th May, saying "When the soul of democracy has been sucked out from the Parliament, we find no value in a new building." pic.twitter.com/7p7lk9CNqq

    — ANI (@ANI) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিবৃতিতে 19টি বিরোধী দলের জোট জানিয়েছে, 28 মে সাভারকরের জন্মজয়ন্তীতে এই নতুন সংসদ ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তিনি নিজেই নিয়েছেন ৷ এই সিদ্ধান্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পুরোপুরি সরিয়ে দেওয়া হল ৷ এই ঘটনা শুধুমাত্র রাষ্ট্রপতিকে অসম্মান করা নয়, বরং আমাদের গণতন্ত্রের প্রতি সরাসরি লাঞ্ছনা ৷ এই গৌরবহীন কাজে রাষ্ট্রপতির অফিসকে অপমান করা হয়েছে ৷ সংবিধানের তথ্য এবং ভাবনাকে লঙ্ঘন করা হয়েছে ৷ দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ তার উদযাপনের অবমূল্যায়ন করা হয়েছে ৷

  • President of India is Number 1 in warrant of precedence, VP is Num 2 & Prime Minister is 3rd.
    Govt ignorant about constitutional niceties. This is NOT Modiji’s Grihapravesh for house that he built with his own money.@AITCofficial not attending May 28th party. Good luck to BJP.

    — Mahua Moitra (@MahuaMoitra) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে টুইট করেছেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লিখেছেন, "পদমর্যাদার অগ্রাধিকারের দিক থেকে ভারতে প্রথম রাষ্ট্রপতি ৷ উপ-রাষ্ট্রপতি দ্বিতীয় ৷ আর প্রধানমন্ত্রী তৃতীয় স্থানে রয়েছেন ৷ সংবিধানের এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে সরকার উদাসীন ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মহুয়া লেখেন, "এটা মোদিজির নিজের টাকায় তৈরি বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান নয় ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 28 মে এই অনুষ্ঠানে থাকবে না ৷ বিজেপিকে শুভেচ্ছা ৷"

পুরনো সংসদ ভবনের কী হবে ? এ নিয়ে তৃণমূল কংগ্রেস কি কেন্দ্রকে কিছু জানিয়েছে ? এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরনো সংসদ ভবনের কী হবে, তা নিয়ে বিরোধীদের একেবারে অন্ধকারে রাখা হয়েছে ৷ সরকার একদম চুপ করে আছে ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি: রাহুল

Last Updated : May 24, 2023, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.