দিল্লি, 3 ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরে এখন 183 জনকে আটক করে রাখা হয়েছে৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে সংসদে৷ এদিন সংসদে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি৷
তিনি জানান, 2019 সালের 1 অগস্ট থেকে 613 জনকে আটক করা হয়৷ এর মধ্যে বিচ্ছিন্নতাবাদী, পাথর ছোড়ায় অভিযুক্ত-সহ আরও অনেকে ছিল৷ তার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে এখনও পর্যন্ত সব মিলিয়ে 430 জনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এখন সেখানে কাউকে গৃহবন্দি করেও রাখা হয়নি বলে তিনি জানিয়েছেন৷
2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ও 35এ অনুচ্ছেদ৷ তার পর থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল৷ নতুন এই সাংবিধানিক ব্যবস্থায় সরকার নিরাপত্তা বৃদ্ধি-সহ অনান্য বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে৷
আরও পড়ুন : কৃষক বিক্ষোভ নিয়ে ওয়েলে নেমে স্লোগান, রাজ্যসভা থেকে বরখাস্ত 3 আপ সাংসদ
কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই দুই এলাকার পরিস্থিতি অনেক ভালো হয়েছেন৷ আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়েছে৷ এদিন সংসদে এমনটাই জানিয়েছেন জি কিষান রেড্ডি৷