ETV Bharat / bharat

পুলিশের চোখে লঙ্কা গুঁড়ো ছুড়ে চম্পট 16 জেলবন্দির - Prisoner absconding in Rajasthan

গতরাতে খাবার খাওয়ার সময় ওই জেলবন্দিরা খাবার ঘরে জড়ো হয়েছিল ৷ সেসময় সেখানে একজন মহিলা পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ প্রথমে তাঁকে লক্ষ্য় করে লঙ্কা গুঁড়ো ছোড়ে অভিযুক্তরা ৷ ওই মহিলা পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন ৷

prisoners
লঙ্কাগুঁড়ো ছুড়ে পলাতক 16 জেলবন্দী
author img

By

Published : Apr 6, 2021, 12:01 PM IST

যোধপুর, 6 এপ্রিল : জেলকর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো ছুড়ে পালালো 16 জন জেলবন্দি ৷ ঘটনাটি রাজস্থানের ফালোধি সাব জেলে ৷ গতরাতে এই ঘটনা ঘটে ৷

কীভাবে ঘটনাটি ঘটল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে খাবার খাওয়ার সময় ওই জেলবন্দিরা খাবার ঘরে জড়ো হয়েছিল ৷ সেসময় সেখানে একজন মহিলা পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ প্রথমে তাঁকে লক্ষ্য় করে লঙ্কা গুঁড়ো ছোড়ে অভিযুক্তরা ৷ ওই মহিলা পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন ৷

এরপর সেখান থেকে লঙ্কা গুঁড়ো নিয়ে অন্য় পুলিশ কর্মীদের লক্ষ্য় করে ছোড়া হয় এবং তাঁরা অসুস্থ হয়ে পড়লে পালিয়ে যায় 16 জেলবন্দি ৷ পলাতকরা সকলেই নারকোটিক ড্রাগ কেসে অভিযুক্ত ৷ তাদের মধ্য়ে তিনজনের বাড়ি উত্তরপ্রদেশে ৷ বাকিদের বাড়ি ফালোধি, বাপ এবং লোহায়োত এলাকায় ৷

আরও পড়ুন-বিজেপি কর্মীর মাকে খুন ! কাঠগড়ায় তৃণমূল

এবিষয়ে ফালোধি সাব ডিভিশনাল ম্য়াজিস্ট্রেট যশপাল আহুজা জানিয়েছেন,স্থানীয় সবকটি থানায় খবর দেওয়া হয়েছে ৷ সব এলাকায় চিরুনি তল্লাশি করা হত ৷ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ বাস, ট্রেন সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে ৷

কেন্দ্রীয় মন্ত্রী ও যোধপুরের বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত পুরো ঘটনার জন্য় রাজ্য় সরকারকে দায়ী করেছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্য়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ৷ সরকার ব্য়র্থ হচ্ছে ৷’’

যোধপুর, 6 এপ্রিল : জেলকর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো ছুড়ে পালালো 16 জন জেলবন্দি ৷ ঘটনাটি রাজস্থানের ফালোধি সাব জেলে ৷ গতরাতে এই ঘটনা ঘটে ৷

কীভাবে ঘটনাটি ঘটল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে খাবার খাওয়ার সময় ওই জেলবন্দিরা খাবার ঘরে জড়ো হয়েছিল ৷ সেসময় সেখানে একজন মহিলা পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ প্রথমে তাঁকে লক্ষ্য় করে লঙ্কা গুঁড়ো ছোড়ে অভিযুক্তরা ৷ ওই মহিলা পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন ৷

এরপর সেখান থেকে লঙ্কা গুঁড়ো নিয়ে অন্য় পুলিশ কর্মীদের লক্ষ্য় করে ছোড়া হয় এবং তাঁরা অসুস্থ হয়ে পড়লে পালিয়ে যায় 16 জেলবন্দি ৷ পলাতকরা সকলেই নারকোটিক ড্রাগ কেসে অভিযুক্ত ৷ তাদের মধ্য়ে তিনজনের বাড়ি উত্তরপ্রদেশে ৷ বাকিদের বাড়ি ফালোধি, বাপ এবং লোহায়োত এলাকায় ৷

আরও পড়ুন-বিজেপি কর্মীর মাকে খুন ! কাঠগড়ায় তৃণমূল

এবিষয়ে ফালোধি সাব ডিভিশনাল ম্য়াজিস্ট্রেট যশপাল আহুজা জানিয়েছেন,স্থানীয় সবকটি থানায় খবর দেওয়া হয়েছে ৷ সব এলাকায় চিরুনি তল্লাশি করা হত ৷ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ বাস, ট্রেন সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে ৷

কেন্দ্রীয় মন্ত্রী ও যোধপুরের বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত পুরো ঘটনার জন্য় রাজ্য় সরকারকে দায়ী করেছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্য়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ৷ সরকার ব্য়র্থ হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.