ETV Bharat / bharat

150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা - 150 crore seized

উত্তর প্রদেশের কানপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল 150 কোটি টাকা (150 crore seized) ৷ তল্লাশির সময় এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

150 crore seize from residence of a kanpur businessman
150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা
author img

By

Published : Dec 24, 2021, 8:34 PM IST

কানপুর, 24 ডিসেম্বর : সুগন্ধী প্রস্তুতকারক ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে উদ্ধার হল 150 কোটি টাকা (150 crore seize from residence of a kanpur businessman) ৷ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান বিবেক জোহরি এই কথা জানান ৷ তিনি জানান, তল্লাশির সময় এই টাকা উদ্ধার হয়েছে ৷

  • #WATCH | As per Central Board of Indirect Taxes and Customs chairman Vivek Johri, about Rs 150 crores have been seized in the raid, counting still underway.

    Visuals from businessman Piyush Jain's residence in Kanpur. pic.twitter.com/u7aBTJhGxW

    — ANI (@ANI) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, ওই ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে ব্যবসা করছিলেন বলে অভিযোগ আসেন ৷ সেই অনুযায়ী তল্লাশি চালানো হয় ৷ তখনই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় ৷ তাছাড়া জাল বিল দিয়ে ব্যবসা করা হচ্ছিল বলেও অভিযোগ আসে ৷ সেই সংক্রান্তও কিছু নথি পাওয়া গিয়েছে বলে খবর ৷ এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে জানিয়েছেন বিবেক জোহরি ৷

  • As per Central Board of Indirect Taxes and Customs chairman Vivek Johri, about Rs 150 crores have been seized in the raid, counting still underway.

    Visuals from businessman Piyush Jain's residence in Kanpur. pic.twitter.com/qUU0mUEFFz

    — ANI (@ANI) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ মুহূর্তের মধ্যে টাকার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে অনেক যন্ত্রের সাহায্যে টাকা গোনা হচ্ছে বলে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : Priyanka Children Insta not Hacked : প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা হ্যাক হয়নি, দাবি সরকারি সূত্রের

কানপুর, 24 ডিসেম্বর : সুগন্ধী প্রস্তুতকারক ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে উদ্ধার হল 150 কোটি টাকা (150 crore seize from residence of a kanpur businessman) ৷ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান বিবেক জোহরি এই কথা জানান ৷ তিনি জানান, তল্লাশির সময় এই টাকা উদ্ধার হয়েছে ৷

  • #WATCH | As per Central Board of Indirect Taxes and Customs chairman Vivek Johri, about Rs 150 crores have been seized in the raid, counting still underway.

    Visuals from businessman Piyush Jain's residence in Kanpur. pic.twitter.com/u7aBTJhGxW

    — ANI (@ANI) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, ওই ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে ব্যবসা করছিলেন বলে অভিযোগ আসেন ৷ সেই অনুযায়ী তল্লাশি চালানো হয় ৷ তখনই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় ৷ তাছাড়া জাল বিল দিয়ে ব্যবসা করা হচ্ছিল বলেও অভিযোগ আসে ৷ সেই সংক্রান্তও কিছু নথি পাওয়া গিয়েছে বলে খবর ৷ এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে জানিয়েছেন বিবেক জোহরি ৷

  • As per Central Board of Indirect Taxes and Customs chairman Vivek Johri, about Rs 150 crores have been seized in the raid, counting still underway.

    Visuals from businessman Piyush Jain's residence in Kanpur. pic.twitter.com/qUU0mUEFFz

    — ANI (@ANI) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ মুহূর্তের মধ্যে টাকার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে অনেক যন্ত্রের সাহায্যে টাকা গোনা হচ্ছে বলে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : Priyanka Children Insta not Hacked : প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা হ্যাক হয়নি, দাবি সরকারি সূত্রের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.