ETV Bharat / bharat

Minor Girl Raped and Murder: ধর্ষণ করে খুন, অভিযুক্তের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলল নাবালিকার দেহ - Minor Girl Raped and Murder

ধর্ষণ করে খুন ৷ তারপর নাবালিকার দেহ ফেলে দেওয়া হল সেপটিক ট্যাঙ্কে ৷ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 4, 2023, 10:52 PM IST

তিনসুকিয়া (অসম), 4 মে: 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন ৷ ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার মার্গেরিটায় ৷ বৃহস্পতিবার পুলিশ এমনটাই জানায় ৷ এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নামেন সহস্রাধিক জনগণ ৷ স্বাভাবিকভাবেই জনরোষের সৃষ্টি হয় ৷ তিনসুকিয়ার পুলিশ সুপার অভিজিৎ দিলীপ জানান, 1 মে থেকে নিখোঁজ ছিল নাবালিকা ৷ বুধবার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে নিহতের দেহ উদ্ধার করা হয় ৷ মৃত নাবালিকা ও অপরাধীর পরিবার একে অপরের পূর্ব পরিচিত ৷ নাবালিকার মা ও ধর্ষকের স্ত্রী দুজনেই একসঙ্গে অন্যের বাড়িতে কাজ করেন ৷ মঙ্গলবার অভিযুক্ত আনন তাঁতির বাড়িতে নাবালিকাকে রেখে তাঁরা দু'জনেই একসঙ্গে কাজে যান ৷

কাজ থেকে ফিরে আসার পর তাঁরা দেখেন মেয়েটি সেখানে নেই ৷ অভিযুক্তকে জিজ্ঞাসা করতেই সে জানায়, নাবালিকা বাড়ি চলে গিয়েছে ৷ এরপর বাড়ি এসেও মেয়েকে খুঁজে না পেয়ে মা এফআইআর দায়ের করেন থানায় ৷ তদন্ত শুরু করে পুলিশ ৷ এদিকে, ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায় ৷ পুলিশ অভিযুক্তের স্ত্রীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই স্বামীর অপরাধের কথা স্বীকার করেন মহিলা ৷

অভিযুক্তের স্ত্রীর তথ্য অনুযায়ী পুলিশের দল তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে নাবালিকার দেহ উদ্ধার করে ৷ পুলিশ সুপার অভিজিৎ দিলীপ বলেন, "এই ঘটনায় একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠন করা হয়েছে ৷ আমি আছি এর নেতৃত্বে ৷ আমরা পাঁচটি দল গঠন করেছি ৷ যারা অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে অপরাধীকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে ৷ এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহর থেকে গ্রেফতার করা হয় ৷"

এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মার্গারিটা শহরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ মেন রোডে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ তবে নাবালিকার এহেন মৃত্যুর উপর আবেগের এই প্রতিবাদকে ছত্রভঙ্গ করতে পুলিশ অবশ্য কোনও শক্তি প্রয়োগ করেনি ৷

আরও পড়ুন : শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

তিনসুকিয়া (অসম), 4 মে: 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন ৷ ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার মার্গেরিটায় ৷ বৃহস্পতিবার পুলিশ এমনটাই জানায় ৷ এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নামেন সহস্রাধিক জনগণ ৷ স্বাভাবিকভাবেই জনরোষের সৃষ্টি হয় ৷ তিনসুকিয়ার পুলিশ সুপার অভিজিৎ দিলীপ জানান, 1 মে থেকে নিখোঁজ ছিল নাবালিকা ৷ বুধবার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে নিহতের দেহ উদ্ধার করা হয় ৷ মৃত নাবালিকা ও অপরাধীর পরিবার একে অপরের পূর্ব পরিচিত ৷ নাবালিকার মা ও ধর্ষকের স্ত্রী দুজনেই একসঙ্গে অন্যের বাড়িতে কাজ করেন ৷ মঙ্গলবার অভিযুক্ত আনন তাঁতির বাড়িতে নাবালিকাকে রেখে তাঁরা দু'জনেই একসঙ্গে কাজে যান ৷

কাজ থেকে ফিরে আসার পর তাঁরা দেখেন মেয়েটি সেখানে নেই ৷ অভিযুক্তকে জিজ্ঞাসা করতেই সে জানায়, নাবালিকা বাড়ি চলে গিয়েছে ৷ এরপর বাড়ি এসেও মেয়েকে খুঁজে না পেয়ে মা এফআইআর দায়ের করেন থানায় ৷ তদন্ত শুরু করে পুলিশ ৷ এদিকে, ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায় ৷ পুলিশ অভিযুক্তের স্ত্রীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই স্বামীর অপরাধের কথা স্বীকার করেন মহিলা ৷

অভিযুক্তের স্ত্রীর তথ্য অনুযায়ী পুলিশের দল তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে নাবালিকার দেহ উদ্ধার করে ৷ পুলিশ সুপার অভিজিৎ দিলীপ বলেন, "এই ঘটনায় একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠন করা হয়েছে ৷ আমি আছি এর নেতৃত্বে ৷ আমরা পাঁচটি দল গঠন করেছি ৷ যারা অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে অপরাধীকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে ৷ এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহর থেকে গ্রেফতার করা হয় ৷"

এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মার্গারিটা শহরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ মেন রোডে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ তবে নাবালিকার এহেন মৃত্যুর উপর আবেগের এই প্রতিবাদকে ছত্রভঙ্গ করতে পুলিশ অবশ্য কোনও শক্তি প্রয়োগ করেনি ৷

আরও পড়ুন : শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.