ETV Bharat / bharat

Pahalgam : পহেলগাঁও থেকে নিখোঁজ 11 পর্যটক ও 2 টুরিস্ট গাইড

বেড়াতে গিয়ে পহেলগাঁও-য়ের লেক থেকে নিখোঁজ 11 জন পর্যটক(Pahalgam)৷ চলছে উদ্ধার কাজ ৷

Pahalgam
পহেলগাঁও থেকে নিখোঁজ 11 পর্যটক
author img

By

Published : Jun 22, 2022, 5:23 PM IST

পহেলগাঁও (জম্মু ও কাশ্মীর), 22 জুন : পহেলগাঁওতে তরসর মরসর লেক থেকে নিখোঁজ 11 জন পর্যটক(11 tourists and 2 tourist guides missing in Pahalgam)৷ দ্রুত সেখানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল ৷ 11 জন পর্যটকের একটি দল ওই লেকে বেড়াতে গিয়েছিল ৷ সেখানে ভারি বৃষ্টির কারণে তাঁরা নিখোঁজ হয়ে যায় ৷ খবর পেয়ে জেলা প্রশাসন এলাকায় একটি উদ্ধারকারী দল পাঠিয়ে অভিযান শুরু করে ৷

সূত্রের খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় এক গাইড ভেসে যান ৷ তরসর ও মরসর লেকে শুধুমাত্র ট্রেকের মাধ্য়মেই যাওয়া যায় ৷ ত্রাল, পহেলগাঁও এবং শ্রীনগরের মধ্যবর্তী দক্ষিণ কাশ্মীর এলাকার উপরের অংশে অবস্থিত ৷ এলাকাটি সানমে নামক রুটে অবস্থিত যেখানে অমরনাথ গুহা রয়েছে ৷

1990 এর দশকের মাঝামাঝি সময়ে আল ফারান সংগঠনের জঙ্গিরা এই এলাকা থেকে পাঁচ বিদেশী পর্যটককে অপহরণ করে । তবে এই পর্যটক নিখোঁজের ঘটনা অপহরণ কি না, তা এখনও নিশ্চিত নয় ৷

আরও পড়ুন : CRPF Jawans killed : মাও হামলায় ওড়িশায় প্রাণ হারালেন তিন সিআরপিএফ জওয়ান

পহেলগাঁও (জম্মু ও কাশ্মীর), 22 জুন : পহেলগাঁওতে তরসর মরসর লেক থেকে নিখোঁজ 11 জন পর্যটক(11 tourists and 2 tourist guides missing in Pahalgam)৷ দ্রুত সেখানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল ৷ 11 জন পর্যটকের একটি দল ওই লেকে বেড়াতে গিয়েছিল ৷ সেখানে ভারি বৃষ্টির কারণে তাঁরা নিখোঁজ হয়ে যায় ৷ খবর পেয়ে জেলা প্রশাসন এলাকায় একটি উদ্ধারকারী দল পাঠিয়ে অভিযান শুরু করে ৷

সূত্রের খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় এক গাইড ভেসে যান ৷ তরসর ও মরসর লেকে শুধুমাত্র ট্রেকের মাধ্য়মেই যাওয়া যায় ৷ ত্রাল, পহেলগাঁও এবং শ্রীনগরের মধ্যবর্তী দক্ষিণ কাশ্মীর এলাকার উপরের অংশে অবস্থিত ৷ এলাকাটি সানমে নামক রুটে অবস্থিত যেখানে অমরনাথ গুহা রয়েছে ৷

1990 এর দশকের মাঝামাঝি সময়ে আল ফারান সংগঠনের জঙ্গিরা এই এলাকা থেকে পাঁচ বিদেশী পর্যটককে অপহরণ করে । তবে এই পর্যটক নিখোঁজের ঘটনা অপহরণ কি না, তা এখনও নিশ্চিত নয় ৷

আরও পড়ুন : CRPF Jawans killed : মাও হামলায় ওড়িশায় প্রাণ হারালেন তিন সিআরপিএফ জওয়ান

For All Latest Updates

TAGGED:

Pahalgam
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.