ETV Bharat / bharat

করোনা টিকা নিলেন 106 বছরের বৃদ্ধা

করোনা টিকা নিলেন 106 বছর বয়সি এক মহিলা। সকল দেশবাসীর কাছে টিকা নেওয়ার অনুরোধ করেন তিনি।

106-year-old-rajasthan-woman-receives-covid-vaccine
সরজিৎ কাউর
author img

By

Published : Mar 3, 2021, 8:52 PM IST

শ্রীগঙ্গানগর (রাজস্থান), 3 মার্চ : কোভিড 19 এর টিকা নিলেন 106 বছর বয়সি এক বৃদ্ধা। তাঁর নাম সরজিৎ কাউর। তিনি রাজস্থানের চানানা হেল্থ কেয়ার সেন্টার থেকে কোভিড টিকা নেন। এখন পর্যন্ত ওই মহিলাই প্রবীণতম যিনি করোনা টিকা নিলেন।

চানানার প্রধান মেডিকেল অফিসার জানান, "সরজিৎ টিকা নিতে চানানা ধাম হেল্থ সেন্টারে পৌঁছন। কিন্তু তিনি আগে থেকে নাম নথিভুক্ত করেননি। আমরা আমাদের সিনিয়র মেডিকেল অফিসারকে বিষয়টি জানাই। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক থেকে অনুমতি পাওয়া যায়।"

আরও পড়ুন- অপেক্ষায় ভোটকর্মীরা, নির্বিঘ্নে টিকা নিলেন দুই বিধায়ক ও পৌরপ্রশাসক !

এদিকে টিকা নেওয়ার পর পুরোপুরি সুস্থ রয়েছেন সরজিৎ। নিজেই একথা জানিয়েছেন তিনি।

অন্য়দিকে 105 বছর বয়সি এক মহিলাও এর আগে করোনা টিকা নেন। ওই মহিলা সুরাতগর হেল্থ সেন্টার থেকে করোনা টিকা নেন।

এর পাশাপাশি অন্ধ্র প্রদেশ, দিল্লি, রাজস্থানে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত করোনা আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক থেকে এই খবর দেওয়া হয়েছে।

করোনায় মৃত্যুর সংখ্য়াও এক ধাক্কায় কমে এসেছে অনেকটাই। গত 24 ঘণ্টায় সারা দেশে মৃতের সংখ্য়া 98 জন। এরমধ্য়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্য়া 54 এবং কেরালায় মৃতের সংখ্য়া 16।

শ্রীগঙ্গানগর (রাজস্থান), 3 মার্চ : কোভিড 19 এর টিকা নিলেন 106 বছর বয়সি এক বৃদ্ধা। তাঁর নাম সরজিৎ কাউর। তিনি রাজস্থানের চানানা হেল্থ কেয়ার সেন্টার থেকে কোভিড টিকা নেন। এখন পর্যন্ত ওই মহিলাই প্রবীণতম যিনি করোনা টিকা নিলেন।

চানানার প্রধান মেডিকেল অফিসার জানান, "সরজিৎ টিকা নিতে চানানা ধাম হেল্থ সেন্টারে পৌঁছন। কিন্তু তিনি আগে থেকে নাম নথিভুক্ত করেননি। আমরা আমাদের সিনিয়র মেডিকেল অফিসারকে বিষয়টি জানাই। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক থেকে অনুমতি পাওয়া যায়।"

আরও পড়ুন- অপেক্ষায় ভোটকর্মীরা, নির্বিঘ্নে টিকা নিলেন দুই বিধায়ক ও পৌরপ্রশাসক !

এদিকে টিকা নেওয়ার পর পুরোপুরি সুস্থ রয়েছেন সরজিৎ। নিজেই একথা জানিয়েছেন তিনি।

অন্য়দিকে 105 বছর বয়সি এক মহিলাও এর আগে করোনা টিকা নেন। ওই মহিলা সুরাতগর হেল্থ সেন্টার থেকে করোনা টিকা নেন।

এর পাশাপাশি অন্ধ্র প্রদেশ, দিল্লি, রাজস্থানে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত করোনা আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক থেকে এই খবর দেওয়া হয়েছে।

করোনায় মৃত্যুর সংখ্য়াও এক ধাক্কায় কমে এসেছে অনেকটাই। গত 24 ঘণ্টায় সারা দেশে মৃতের সংখ্য়া 98 জন। এরমধ্য়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্য়া 54 এবং কেরালায় মৃতের সংখ্য়া 16।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.