পালঘর, 9 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে ৷ সারা দেশে দৈনিক হারে সংক্রামিতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহারও ৷ এই পরিস্থিতিতে মারণ ভাইরাসকে গোহারান হারালেন 103 বছরের এক বৃদ্ধ ৷ যাঁর নাম শামরাও ইঙ্গলে ৷
শামরাও ভীরেন্দ্রনগর পালঘরের বাসিন্দা ৷ কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন পালঘর গ্রামীণ হাসপাতালে ৷ সেখানে টানা 15 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ এরপর দ্বিতীয়বার তাঁর করোনা পরীক্ষা হলে, রিপোর্ট নেগেটিভ আসে ৷ শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি ৷ এখন তিনি পুরোপুরি সুস্থ বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
করোনা সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্রের নাম সবার আগে ৷ সংক্রমণ রুখতে সেখানে চালু হয়েছে লকডাউন ৷ একদিকে অক্সিজেনের অভাব অন্যদিকে পর্যাপ্ত বেডের অভাব ৷ সব মিলিয়ে নাজেহাল উদ্ধব ঠাকরের সরকার ৷ তার মাঝে শতোর্ধ্ব হয়েও করোনা জয়ের খবর আশার আলো জোগাচ্ছে চিকিৎসক মহলে ৷
আরও পড়ুন : বাংলাদেশের ভিডিয়ো ভোট পরবর্তী হিংসা বলে প্রচার, টুইট রাজ্য পুলিশের
পালঘরের জেলাশাসক ড. মনিক গুজরাল শামরাওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর সুস্থ হওয়ার ইচ্ছাশক্তিকেও কুর্ণিশ জানিয়েছেন ৷