থুথকুডি, 21 এপ্রিল : 400 কেজি কোকেন বাজেয়াপ্ত করল আয়কর দফতর ৷ যার বাজারদর আনুমানিক 1000 কোটি টাকা ৷ মঙ্গলবার তামিলনাডুর ভিওসি বন্দর থেকে কোকেন বোঝাই জাহাজটি নিজেদের হেফাজতে নেয় আয়কর দফতর ৷
আয়কর দফতর সূত্রে খবর, কাঠবোঝাই জাহাজটি শ্রীলঙ্কা থেকে ফিরছিল ৷ তামিলনাডুর বন্দরে পৌঁছানোর আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন আয়কর দফতরের আধিকারিকরা ৷ সেইমতো জাহাজটিতে তল্লাশি চালাতে কাঠের নীচ থেকে উদ্ধার করা হয় কোকেন বোঝাই বেশ কয়েকটি ব্যাগ ৷ সেই ব্যাগ খুলতে বের হয় কোকেন ৷
আরও পড়ুন : স্ত্রী-কন্যা সহ খুন কংগ্রেস নেতা হরিশ কানোয়ার
যদিও ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যয়নি ৷ বহুদিন ধরেই এই মাদক পাচার চলছে বলে অনুমান আধিকারিকের ৷ শহরের কোনও বড় অংশ এই কাণ্ডের সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ করছে তাঁরা ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷