ETV Bharat / bharat

ব্যাগ ভর্তি 1.4 কোটি ! - GRP

দিল্লি থেকে বিহারগামী স্বতন্ত্রতা সংগ্রাম সেনাই স্পেশাল ট্রেনে টাকা ভর্তি ট্রলি উদ্ধার করল রেল পুলিশ ৷ ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে 1.4 কোটি টাকা ৷ টাকার মালিক কে, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

কানপুরে উদ্ধার ব্যাগভর্তি 1.4 কোটি টাকা
কানপুরে উদ্ধার ব্যাগভর্তি 1.4 কোটি টাকা
author img

By

Published : Feb 17, 2021, 3:00 PM IST

কানপুর :1.4 কোটি টাকা ভর্তি ট্রলি উদ্ধার হল স্বতন্ত্রতা সংগ্রাম সেনাই স্পেশাল ট্রেন থেকে ৷ টাকা বোঝাই ট্রলি প্রথম দেখতে পান এক কর্মী ৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে ৷ তারা এসে ব্যাগটি বাজেয়াপ্ত করেন ৷

সোমবার রাতে ট্রেনটি দিল্লি থেকে বিহারের জয়নগরের দিকে যাচ্ছিল ৷ একটি লাল ট্রলি পড়ে থাকতে দেখে সন্দেহ দাঁনা বাাঁধে এক কর্মীর ৷ ব্যাগটি খুলতেই তার চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ৷ ব্যাগে থাকে থাকে সাজানো টাকার নোট ৷ ঘোর কাটতেই প্রথমে তিনি তারঁ সহকর্মীদের বিষয়টি জানান ৷ পরে তারা খবর দেন রেল পুলিশকে ৷ রেল পুলিশ এসে ট্রলিটি তাদের হেফাজতে নেন ৷ খবর দেওয়া হয় আয়কর দপ্তরে ৷ সোমবার রাতে টাকা উদ্ধারের পর গতকাল টাকা গোনা শেষ হয় ৷ কে বা কারা এই ট্রলিটি ফেলে রেখে গেছে তাদের কোনও হদিশ পায়নি রেলপুলিশ ৷

আরও পড়ুন: প্রায় 2 লাখ টাকা ও 63টি মোবাইল উদ্ধার

এক ঊর্ধতন রেল আধিকারিক জানান, " ব্যাগটি উদ্ধার হওয়া পর্যন্ত এখনও কেউ ব্যাগটির দাবি করেনি বা সংশ্লিষ্ট ঘটনার ভিত্তিতে কেউ কোনও লিখিত অভিযোগও দায়ের করেনি ৷ আপাতভাবে টাকার মালিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

কানপুর :1.4 কোটি টাকা ভর্তি ট্রলি উদ্ধার হল স্বতন্ত্রতা সংগ্রাম সেনাই স্পেশাল ট্রেন থেকে ৷ টাকা বোঝাই ট্রলি প্রথম দেখতে পান এক কর্মী ৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে ৷ তারা এসে ব্যাগটি বাজেয়াপ্ত করেন ৷

সোমবার রাতে ট্রেনটি দিল্লি থেকে বিহারের জয়নগরের দিকে যাচ্ছিল ৷ একটি লাল ট্রলি পড়ে থাকতে দেখে সন্দেহ দাঁনা বাাঁধে এক কর্মীর ৷ ব্যাগটি খুলতেই তার চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ৷ ব্যাগে থাকে থাকে সাজানো টাকার নোট ৷ ঘোর কাটতেই প্রথমে তিনি তারঁ সহকর্মীদের বিষয়টি জানান ৷ পরে তারা খবর দেন রেল পুলিশকে ৷ রেল পুলিশ এসে ট্রলিটি তাদের হেফাজতে নেন ৷ খবর দেওয়া হয় আয়কর দপ্তরে ৷ সোমবার রাতে টাকা উদ্ধারের পর গতকাল টাকা গোনা শেষ হয় ৷ কে বা কারা এই ট্রলিটি ফেলে রেখে গেছে তাদের কোনও হদিশ পায়নি রেলপুলিশ ৷

আরও পড়ুন: প্রায় 2 লাখ টাকা ও 63টি মোবাইল উদ্ধার

এক ঊর্ধতন রেল আধিকারিক জানান, " ব্যাগটি উদ্ধার হওয়া পর্যন্ত এখনও কেউ ব্যাগটির দাবি করেনি বা সংশ্লিষ্ট ঘটনার ভিত্তিতে কেউ কোনও লিখিত অভিযোগও দায়ের করেনি ৷ আপাতভাবে টাকার মালিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.